ধর্মনগরে যুবককে বেধড়ক মারধর করে ক্ষতস্থানে লবন মরিচ লাগিয়ে দিল দুস্কৃতিরা

ধর্মনগর, ১৮ জানুয়ারি।। প্রণয় সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে বর্বরোচিত আক্রমণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে৷ এক যুবককে বেধড়ক মারধর করে রক্তাক্ত ক্ষতস্থানে লঙ্কা ও লবন লাগিয়ে দিয়েছে দুস্কৃতিরা৷ ঘটনার ব্যাপারে ধর্মনগর থানায় একটি এফআইআর দায়ের করা হলেও অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়নি বলে আক্রান্ত পরিবারের লোকজন পুলিশের ভূমিকায় তীব্র অসন্তোষ ব্যাক্ত করেছেন৷

জানা গিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ধর্মনগরের বিবিআই স্টেডিয়ামে এক যুবককে দুস্কৃতিরা বেধড়ক মারধর করে৷ রক্তাক্ত ক্ষতস্থানে লবন ও লঙ্কা লাগিয়ে দেয়া হয়৷ তাতে ওই যুবক প্রচন্ড যন্ত্রাণায় চিৎকার চেচামেচি শুরু করে৷ আশেপাশের লোকজন পুলিশকে খবর দেয়৷ সাথে সাথেই পুলিশ সেখানে পৌঁছে এবং ওই যুবককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ পরে পুলিশ ওই যুবকের বক্তব্য অনুযায়ী একটি এফআইআর নিয়েছে৷

জানা গিয়েছে, মেয়ে সংক্রান্ত বিষয়কে কেন্দ্র করে এই ঝামেলা৷ আক্রান্ত যুবকের নাম সাগর শুক্লবৈদ্য৷ তার বাড়ি চন্দ্রপুরে৷ সে স্থানীয় ধর্মনগরের শ্রীরাম সরনীতে ভাড়া বাড়িতে থাকে৷ সে জানিয়েছে, নয়াপাড়ার মনসাবাড়ি সংলগ্ণ এক মেয়ের সাথে তার প্রণয়ের সম্পর্ক রয়েছে৷ সেই বিষয়কে কেন্দ্র করেই তাকে মারধর করা হয়েছে৷ এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *