তেলিয়ামুড়া, ১৭ জানুয়ারি।। রাজ্যজুড়ে যান দুর্ঘটনা যেন নিত্যনৈমত্তিক কর্মকান্ডে পরিণত হয়েছে। আবারো তেলিয়ামুড়ায় আসাম- আগরতলা জাতীয় সড়কে ভয়াবহ যান দুর্ঘটনা বুধবার। দুর্ঘটনায় আহত হয়েছেন তিনজন। দূর্ঘটনাটি ঘটে তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামী থানাধীন শালবাগান এলাকায়।
জানা গিয়েছে, মুঙ্গিয়াকামী থানাধীন শালবাগান এলাকায় আসাম আগরতলা জাতীয় সড়কে টিআর০৫-ডি-১৬৭১ নম্বরের একটি লরি এবং টিআর০১-বি- ২৭৬৮ নম্বরের একটি যাত্রীবাহী ম্যাক্স গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হয় যাত্রীবাহী ম্যাক্স গাড়িতে থাকা তিনজন। আহতরা হলেন বুলু দেববর্মা (২৯), বর্নালি দেববর্মা (২৭) এবং পূজা দেববর্মা (১৩)।
দূ্র্ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে ছুটে যায়। আহতদের উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। অনুমান করা হচ্ছে দ্রুতগতির জন্যই এই দুর্ঘটনা হয়েছে। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। পুলিশ একটি মামলা নিয়ে দুটি গাড়ি আটক করেছে।