উদয়পুর, ১৭ জানুয়ারি।। টাকা পয়সা সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম এক জনজাতি মহিলা। আহত মহিলার নাম হরিণীকন্যা জমাতিয়া। বয়স ২৮ বছর। ঘটনা বুধবার বিকেল ৪ টা ৩০ মিনিট নাগাদ গোমতী জেলার খুপিলং বাজার সংলগ্ন এলাকায়।
ঘটনার বিবরণে জানা যায, এদিন বিকেলে খুপিলং ঠান্ডাছড়া এলাকার বাসিন্দা হরিণীকন্যা জমাতিয়া নামেী মহিলা খুপিলং বাজারে আসে ব্যক্তিগত কাজে। ঠিক তখনই শ্যামল ভৌমিক নামে এক ব্যক্তি পূর্বের লেনদেনের বিষয় নিয়ে হরিণীকন্যা জমাতিয়া নামে ওই মহিলার উপর চড়াও হয়। একটা সময় পরিস্থিতি এতটাই বগতিক হয়ে ওঠে যে শ্যামল ঘোষ হরিণীকন্যা জমাতিয়াকে ধারালো অস্ত্র নিয়ে তাড়া করে এবং দা জাতীয় ধারালো কিছু একটা দিয়ে হরিণীকন্যা জমাতিয়ার মাথায় সজোরে আঘাত করে। তাতে রক্তাক্ত অবস্থায় ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে হরিণীকন্যাকন্যা জমাতিয়া। পরবর্তী সময়ে প্রত্যক্ষদর্শীরা একটি গাড়ি করে তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে আসে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় গোমতী জেলা হাসপাতালে চিকিৎসাধীন হরিণীকন্যা জমাতিয়া।