আগরতলা, ১৭ জানুয়ারি।। সাতকলালে এনআইটি আগরতলার বাস নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরের জলে পড়ে গিয়েছে৷ তাতে গাড়ির চালক সহ বেশ কয়েকজন ছাত্রছাত্রী আহত হয়েছেন৷ দূর্ঘটনাটি ঘটেছে রানীরবাজার থানার অধীন চকবস্তা এলাকায়৷ দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছে ফায়ার সার্ভিসের কর্মীরা৷ আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷
জানা গিয়েছে, এদিন সকালে এনআইটি আগরতলার একটি বাস শহরের বিভিন্ন জায়গা থেকে ছাত্রছাত্রীদের নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের দিকে যাচ্ছিল৷ রানীরবাজার থেকে এনআইটি যাওয়ার পথে চকবস্তা এলাকায় একটি অটোকে পাস দিতে গেলে চালক বুঝতে পারেন যে বাসের ব্র্যাক লক হয়ে গিয়েছে৷ তাতে বাসটি পাশের পুকুরের জলে পড়ে যায়৷ অল্পতে রক্ষা পায়৷ ছাত্রছাত্রীরা চিৎকার চেচামেচি শুরু করে৷
ইমারজেন্সি গ্লাস ভেঙ্গে একে একে ছাত্রছাত্রীরা বেরিয়ে আসেন৷ পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আহতদের উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যায়৷ যাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে তারা হল, শঙ্কর দাস, তামানা দাস তালুকদার, একা মজুমদার, স্নিগ্দা পাল এবং অভিষেক সিং৷ সাত সকালে এই দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়তেই অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করে৷