স্কলারশিপের টাকার দাবীতে এসসি ওয়েলফেয়ার দপ্তরের অধিকর্তাকে ডেপুটেশন ছাত্রছাত্রীদের

আগরতলা, ১৭ জানুয়ারি।। ফের স্কলারশিপের টাকার দাবীতে এসসি ওয়েলফেয়ার দপ্তরের অধিকর্তাকে ডেপুটেশন দিলেন বিএড, ডিএলএড এবং নার্সিং উত্তীর্ণ ছাত্রছাত্রীরা৷ মূলতঃ স্কলারশিপের ভিত্তিতেই তারা কোর্স করেছেন৷ কিন্তু, তাদের স্কলারশিপের টাকা প্রদান করা হচ্ছে না দপ্তর থেকে৷ এজন্যই তারা বুধবার আগরতলায় গোর্খাবস্তিস্থিত এসসি ওয়েলফেয়ার দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দিয়েছেন৷

ডেপুটেশনে অংশগ্রহণকারী এক ছাত্র জানিয়েছেন মূলত দপ্তরের স্কলারিশিপেই তাদের কোর্স করার কথা৷ কিন্তু, দেখা গিয়েছে স্কলারশিপের টাকা দপ্তর থেকে প্রদান করা হয়নি৷ বাধ্য হয়েই তারা নিজেদের জমি বিক্রি করে কিংবা অন্যান্য উপায়ে টাকার ব্যবস্থা করে কোর্স সম্পন্ন করেছে৷ তারপর দপ্তরে যোগাযোগ করা হয় টাকার জন্য৷ দপ্তরের তরফ থেকে দেওয়া হবে বলে বারবার প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে৷

কিন্তু, টাকা পাচ্ছেন না ছাত্রছাত্রীরা৷ তাই বুধবার বাধ্য হয়ে এসসি ওয়েলফেয়ার দপ্তরের অধিকর্তার নিকট ডেপুটেশন দিয়েছেন৷
ছাত্রছাত্রীরা জানিয়েছেন, গত ২৭ ডিসেম্বর অনুরূপ দাবী নিয়ে ডেপুটেশন দেওয়া হয়েছিল৷ তখন দপ্তরের তরফ থেকে বলা হয়েছিল ১৫ জানুয়ারির মধ্যে টাকা প্রদান করা হবে৷ ১৫ তারিখ অতিক্রান্ত হয়ে আজ ১৭ জানুয়ারি৷ টাকা মিলেনি৷ তাই তারা বাধ্য হয়ে এদিন পুনরায় অধিকর্তাকে ডেপুটেশন দিয়েছেন৷ তারা আবেদন করেছেন যাতে অবিলম্বে স্কলারশিপের টাকা প্রদান করা হয়৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *