চুরাইবাড়ি, ১৭ জানুয়ারি।। লরির সাথে সংঘর্ষে বাইক চালক পুলিশ কনস্টেবলের মর্মান্তিক মৃত্যু হয়েছে৷ দূর্ঘটনাটি ঘটেছে উত্তর ত্রিপুরা জেলার চুরাইবাড়ি বিক্রয়কর দপ্তর সংলগ্ণ আসাম আগরতলা জাতীয় সড়কে৷ মৃত পুলিশ কনস্টেবলের নাম আসলাম মণি রিয়াং৷
জানা গিয়েছে, মঙ্গলবার রাতে চুরাইবাড়ি থানায় কর্মরত কনস্টেবল আসলাম মণি রিয়াং খাবর খেতে কিছুটা দূরে হোটেলে যাচ্ছিলনে বাইক নিয়ে৷ তখন এএস-০১-০ইসি-৬৯৮৯ নম্বরের একটি লরির সাথে সংঘর্ষ বাইকটির৷ বাইক থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন পুলিশ কনস্টেবল আসলাম মণি রিয়াং৷ দূর্ঘটনার খবর পেয়ে সহকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়৷ রক্তাক্ত অবস্থায় তাঁকে শিলচর মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হচ্ছিল৷ কিন্তু, পথেই তাঁর মৃত্যু হয়৷
মৃত পুলিশ কনস্টেবলের বাড়ি উত্তর জেলার আনন্দবাজার থানার অধীন গছিরাম পাড়ায়৷ পুলিশ ঘাতক লরিটি আটক করেছে৷ দূর্ঘটনার একটি মামলা নেয়া হয়েছে৷ প্রাথমিকভাবে তদন্তে জানা গিয়েছে প্রচন্ড কুয়াশার কারণে এই দূর্ঘটনা ঘটেছে৷ কনস্টেবল আসলাম মণি রিয়াংয়ের মর্মান্তিক মৃত্যুতে অন্যান্য সহকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে৷