উদয়পুর, ১৭ জানুয়ারি।। গোমতী জেলার উদয়পুর শহরে জেলা কংগ্রেসের আহ্বানে ১৫ দফা দাবীতে স্থানীয় জামতলাস্থিত কংগ্রেস ভবনের সামনে থেকে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি উদয়পুর সেন্ট্রাল রোড, নিউটাউন রোড, পুরানো মটরস্ট্যান্ড, থানা কর্নার হয়ে জামতলাতে এসে শেষ হয়।
মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে গোমতী জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল বলেন এ রাজ্যে বিজেপি জোট ক্ষমতায় আসার পর সারা রাজ্যে এক অরাজকতা সৃষ্টি হয়েছে। বেকারদের কর্মসংস্থান নেই। নারীদের জীবনের কোন নিরাপত্তা নেই। সারা রাজ্যে সন্ত্রাস বন্ধ করার জন্য রাজ্য সরকারের কাছে আবেদন জানানো হয়। জনজাতি অধ্যুষিত এলাকায় উন্নয়নের জন্য ১২৫ তম সংশোধনী বিল পাশ করানো সহ রেগার মজুরী বৃদ্ধি সহ মোট ১৫ দফা দাবির সমর্থনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয় এবং রাজ্য সরকারের কাছে আহ্বান জানানো হয় দাবীগুলি যদি অতি সত্বর রাজ্যবাসীর স্বার্থে পূরণ না হয় তাহলে আগামী দিনে বূহতর আন্দোলন সংগঠিত করা হবে বলে জানান কংগ্রেস নেতা টিটন পাল।