আগরতলা, ১৬ জানুয়ারি।। গরম জলে পড়ে গিয়ে মর্মান্তিক মৃত্যু হয়েছে দেড় বছর বয়সী শিশুকন্যার৷ ঘটনাটি ঘটেছে ত্রিপুরার ঊনকোটি জেলার কৈলাসহরে৷ চা বাগানের শ্রমিক পরিবারের এই শিশুর মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
জানা গিয়েছে দেবিকা বাউড়ি নামে ওই শিশুর মা তাকে স্নান করানোর জন্য জল গরম করছিলেন৷ এমন সময় ওই শিশুটি তার মারে নানাভাবে বিরক্ত করছিল৷ মায়ের চোখের সামনেই হঠাৎ করে দেবিকা গরম জলের পাত্রে পড়ে যায়৷ বাড়ির লোকজন সাথে সাথে তাকে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়৷ সেখান থেকে আগরতলায় জিবি হাসপাতালে রেফার করা হয়৷ ঘটনা সোমবার৷ এদিকে জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে ওই শিশুকন্যা মৃত্যুর কোলে ঢলে পড়ে৷