কুমারঘাট, ১২ জানুয়ারি।। নদীর ভাঙ্গন রোধে তৎপর হলেন ত্রিপুরাী পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান চন্দ্র দাস। দপ্তরের আধিকারিকদের নিয়ে ভাঙ্গনের ক্ষতিগ্রস্ত হওয়া এলাকাগুলি ঘুরে দেখে দ্রুত ব্যাবস্থা গ্রহনের আশ্বাস দিয়েছেন বিধায়ক।
উল্লেখ্য কয়েকবছর ধরেই কুমারঘাট মহকুমায় বয়ে চলা মনু এবং দেও নদীর ভাঙনের শিকার হয়ে আসছিলেন সংশ্লিষ্ট বিধানসভা এলাকার বেতছড়া, নিদেবী বেরী, আম্বেদকর নগর সহ নদীর তীরবর্তী বেশকিছু অঞ্চলের মানুষ। নদীর ভাঙনে প্রায় তলীয়ে যাবার উপক্রম সংশ্লিষ্ট এলাকার মানুষের বাড়ীঘর। নদী ভাঙ্গন থেকে নিজের বিধানসভা এলাকার মানুষকে মুক্তি পাইয়ে দেবার উদ্দেশ্যে এবার উদ্যোগি হলেন পাবিয়াছড়া বিধানসভার বিধায়ক ভগবান দাস।
শুক্রবার জল সম্পদ দপ্তরের আধিকারিক এবং প্রকৌশলীদের নিয়ে ঐসব ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করেন বিধায়ক। সমস্ত দিক খতিয়ে দেখে দ্রুত নদীর ভাঙন রোধে পদক্ষেপ নিয়ে কাজ শুরু করার আশ্বাস দেন ভগবান দাস। বিধায়ককে কাছে পেয়ে এদিন এলাকার মানুষও নানান অভাব অভিযোগ তুলে ধরেন বিধায়কের কাছে।
বিধায়ক ভগবান দাস জানান, খুব শীঘ্রই হাত লাগানো হবে কাজে এবং ধাপে ধাপে ভাঙনের শিকার হওয়া অন্যান্য জায়গাগুলোতেও কাজে হাত লাগানো হবে। দীর্ঘ বছর ধরেই নদী ভাঙনের কবলে পরে এলাকার মানুষ দাবী তুলছিলেন পরিত্রানের। এবারে এলাকার বিধায়কের পরিদর্শনের পর গ্রামের মানুষের দূর্দশা কবে পর্যন্ত লাঘব হয় এইদিকেই তাকিয়ে ভুক্তভগীরা।