চলতি বছরে বিশ্বব্যাপী বেকারত্বের হার বাড়বে বলে সতর্কতা দিয়েছে জাতিসংঘের শ্রম সংস্থা

অনলাইন ডেস্ক, ১১ জানুয়ারি।। বিশ্বজুড়ে ক্রমবর্ধমান সামাজিক বৈষম্যের উদ্বেগজনক বৃদ্ধির মধ্যেই চলতি বছর ২০২৪ সালে বিশ্বব্যাপী বেকারত্বের হার বাড়বে বলে সতর্কতা দিয়েছে জাতিসংঘের শ্রম সংস্থা (আইএলও)।বিশেষ করে বিশ্বজুড়ে উচ্চ মূল্যস্ফীতি, বৈষম্য বৃদ্ধি ও স্থবির উৎপাদনশীলতা মানুষের আয়ে নেতিবাচক প্রভাব ফেলবে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি।

বুধাবার জাতিসংঘের শ্রম সংস্থা প্রকাশিত বিশ্ব কর্মসংস্থান এবং সামাজিক দৃষ্টিভঙ্গি, ট্রেন্ডস ২০২৪ নামক প্রতিবেদনে এসব তথ্য তুলে ধরা হয়।আইএলওর প্রতিবেদনে বলা হয়, ২০২২ সালে বিশ্বব্যাপী বেকারত্বের হার ছিল ৫ দশমিক ৩ শতাংশ। গত বছর তা কিছুটা কমে ৫ দশমিক ১ শতাংশে নেমে আসে। কিন্তু ২০২৪ সালে অতিরিক্ত ২০ লাখ মানুষ চাকরিপ্রত্যাশীর তালিকায় যোগ হতে যাচ্ছে, এতে করে বৈশ্বিক বেকারত্বের হার বেড়ে ৫ দশমিক ২ শতাংশে দাঁড়াতে পারে।

সংস্থাটি আরও জানিয়েছে, ২০২৩ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি প্রত্যাশার তুলনায় সামান্য বেশি হলেও শ্রমবাজারগুলো আশ্চর্যজনক স্থিতিস্থাপকতা দেখিয়েছে। তারপরও মূল্যস্ফীতির সঙ্গে তাল মেলাতে না পারায় বেশীরভাগ দেশে প্রকৃতপক্ষে মজুরী কমেছে।

আইএলও বলেছে, মূল্যস্ফীতির ফলে সাধারণত জীবনযাত্রার মানের যে ক্ষতি হয়, তা খুব শিগগির পূরণ হওয়ার সম্ভাবনা কম।প্রতিবেদনে আরও বলা হয়, ২০২০ সালের তুলনায় ২০২৩ সালে চরম দারিদ্র্যের মধ্যে বসবাসকারী শ্রমিকের সংখ্যা (প্রতি দিনে ইউএস ২.১৬ ডলারের কম আয়) প্রায় ১০ লাখ বৃদ্ধি পেয়েছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *