বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী

আগরতলা, ৮ জানুয়ারি।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে সোমবার বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করেন। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ভাষণ দেন।সারা দেশ থেকে বিকশিত ভারত সংকল্প যাত্রার হাজার হাজার সুবিধাভোগী এই অনুষ্ঠানে যোগ দেন। এই কর্মসূচিতে কেন্দ্রীয় মন্ত্রী, সাংসদ, বিধায়ক এবং স্থানীয় স্তরের প্রতিনিধিরাও যোগ দেন।

সেমবার আগরতলায় বিজেপির বড়দোয়ালি মন্ডলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মন্ডল সভাপতি সঞ্জয় সাহা, বিজেপি রাজ্য মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য সহ অন্যান্যরা। প্রসঙ্গত, ১৫ই নভেম্বর, ২০২৩-এ সূচনা হওয়ার পর থেকে, প্রধানমন্ত্রী সারা দেশে নিয়মিতভাবে বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সাথে মতবিনিময় করছেন। ভিডিও কনফারেন্সের মাধ্যমে চারবার মতবিনিময় করা হয়েছে (৩০ নভেম্বর, ৯ ডিসেম্বর, ১৬ ডিসেম্বর এবং ২৭ ডিসেম্বর)। এছাড়াও, গত মাসে বারাণসী সফরের সময় প্রধানমন্ত্রী পরপর দুই দিন (১৭ই ও ১৮ই ডিসেম্বর) বিকশিত ভারত সংকল্প যাত্রার সুবিধাভোগীদের সঙ্গে আলাপ করেছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *