ধর্মনগরে গণধর্ষণ মামলার পলাতক আসামিকে সতের বছর পর গ্রেফতার করল পুলিশ

ধর্মনগর, ৮ জানুয়ারি।। সতের বছর পর গণধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করল পুলিশ৷ ধর্মনগর থানার পুলিশ আলগাপুর এলাকা থেকে ওই আসামিকে গ্রেপ্তার করেছে৷ ধৃত ব্যক্তির নাম বিট্টু দাস৷ তার বিরুদ্ধে ২০০৫ সালে কৈলাসহরের জগন্নাথপুরে একটি গণধর্ষণের অভিযোগ রয়েছে৷

জানা গিয়েছে, ২০০৫ সালে গণধর্ষণের ঘটনায় তিনজন জড়িত ছিল৷ এই ব্যাপারে মামলা দায়ের হয়৷ পুলিশ তিনজনের মধ্যে একজনকে গ্রেপ্তার করে৷ বিচার প্রক্রিয়া শুরু হয়৷ পলাতক দুইজনের কোন হদিশ পায়নি পুলিশ৷ এদিকে, বিচারে ধৃত আসামির কারাবাসের সাজা হয়৷ ওই আসামি সাজা কেটে বেরিয়ে এসেছে৷ তারপরও পলাতক দুইজনের হদিশ পায়নি পুলিশ৷

সম্প্রতি অভিযুক্ত বিট্টু দাস বাড়িতে ফিরে এসেছে বলে পুলিশের কাছে খবর যায়৷ সেই মোতাবেক ধর্মনগর থানার পুলিশ আলগাপুরস্থিত তার বাড়ি থেকে গ্রেপ্তার করে৷ এদিন তাকে আদালতে সোপর্দ করা হয়েছে৷ ওই গণধর্ষণ মামলায় অপর অভিযুক্ত এখনও পলাতক বলে পুলিশ জানিয়েছে৷ প্রায় সতের বছর পর গণধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার হওয়ার খবরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে আলগাপুরে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *