ককবরক ভাষায় রোমান হরফ চালুর দাবীতে বিধানসভায় সরব হলেন বিরোধী দলনেতা

আগরতলা, ৮ জানুয়ারি।। ককবরক ভাষায় রোমান হরফ চালু করার দাবীতে ত্রিপুরা বিধানসভার অধিবেশনে সরব হলেন বিরোধী দলনেতা অমিমেষ দেববর্মা৷ বিধানসভার অধিবেশনের দ্বিতীয় দিনে নানা কর্মসূচির মধ্যে রোমন হরফে ককবরক ভাষা চালু করার বিষয়টিও উঠে৷ বিরোধী দলনেতা এই বিষয়ে একটি প্রস্তাব বিধানসভায় উত্থাপন করেন৷ কিন্তু সরকার পক্ষের সদস্যরা তাতে তীব্র আপত্তি জানায়৷ ফলে বিরোধী বেঞ্চ ও ট্রেজারি বেঞ্চের মধ্যে শুরু হয় তীব্র বাকবিতন্ডা৷ একসময় অধিবেশন উত্তপ্ত হয়ে উঠে৷

অধিবেশনে বিরোধী দলনেতা অনিমেষ দেববর্মা বলেন, জনজাতি ছাত্রছাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে অবিলম্বে রোমান হরফে ককবরক ভাষা চালু করা প্রয়োজন৷ তাতে জনজাতি অংশের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে সুবিধা হেব৷ যদিও বিরোধী দলনেতার এই প্রস্তাব গ্রাহ্য করা হয়নি৷ সরকার পক্ষের সদস্যরা তাতে তীব্র আপত্তি জানায়৷ বিরোধী তিপ্রা মথা দলের সদস্যরা ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের পরীক্ষায় রোমান হরফ চালু করার দাবীতে সোচ্চার হয়৷ তাদের সাথে শাসক দলের সদস্যদের শুরু হয় বাকবিতন্ডা৷ একসময় উত্তপ্ত হয়ে উঠে অধিবেশন৷ জ

নজাতি অংশের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে অবিলম্বে রোমান হরফে ককবরক ভাষা চালু করার দাবী জানায় বিরোধী তিপ্রা মথা দলের সদস্যরা৷ যদিও শাসক দল রোমান হরফের বিরোধী৷ এই প্রস্তাব সমর্থন করেনি শাসক দল৷ প্রসঙ্গত, বিধানসভার বাইরেও ইতিপূর্বে তিপ্রা মথার তরফ থেকে ককবরক ভাষায় রোমান হরল চালু করার দাবীতে আন্দোলন সংগঠিত করা হয়েছে৷ এক্ষেত্রে সরকারের তরফ থেকে কোন হেলদোন নজরে আসেনি৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *