কুমারঘাট, ৮ জানুয়ারি।। লাইনচ্যুত মালবাহী রেলের ইঞ্জিন। দীর্ঘক্ষন ধরে বন্ধ বিভিন্ন রুটের সমস্ত ট্রেন পরিষেবা। ঘটনা পানিসাগর এবং পেঁচারথল রেল স্টেশনের মধ্যবর্তী লাইনে।
জানা গেছে রবিবার রাতে পানিসাগর এবং পেঁচারথল স্টেশনের মধ্যবর্তী লাইনে ধর্মনগর থেকে আগরতলাগামী একটি মালবাহী রেলের ইঞ্জিনের দুটি চাকা হটাৎই লাইনচ্যুত হয়ে পরে। এতে সোমবার সকাল থেকেই আগরতলা-ধর্মনগর এবং ধর্মনগর-আগরতলা রুটে সকাল থেকে বন্ধ সমস্ত রেল পরিষেবা।
কুমারঘাট স্টেশনে সকাল থেকে দীর্ঘ ছয় ঘন্টারও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকতে হয় দূরপাল্লার ট্রেন থেকে লোকাল ট্রেনগুলো। এদিকে রেলের গোলযোগে স্টেশনে দূর্ভোগে পড়েছেন রেলযাত্রীরা। স্টেশন চত্বরে সঠিকমতো মিলছেনা খাবার থেকে পানীয় জল। রেল পরিষেবা নিয়ে কুমারঘাট স্টেশনে ক্ষোভ উগড়ে দিলেন যাত্রীরা। এদিকে রেল পরিষেবা স্বাভাবিক করতে কাজে হাত লাগায় রেল কর্তৃপক্ষ। পরে বিকেল নাগাদ ধীরে ধীরে স্বাভাবিক হয় রেল পরিষেবা।