আমবাসা, ৫ জানুয়ারি।। লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভারতের নির্বাচন কমিশনের তরফে যাবতীয় বিষয়গুলি গুছিয়ে রাখার তৎপরতা শুরু হয়েছে। ত্রিপুরার ধলাই জেলায় ছয়টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই ছয়টি বিধানসভা কেন্দ্র মিলিয়ে মোট পোলিং স্টেশন রয়েছে ৩৭৯ টি। জেলায় মোট ভোটার রয়েছে ২ লক্ষ ৯২ হাজার ৮৮৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার রয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৭৬৮ জন। মহিলা ভোটার রয়েছে ১ লক্ষ ৪৫ হাজার ১০৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছে ১১ জন। তাছাড়া সার্ভিস ভোটার রয়েছে ৮৪০ জন। এর মধ্যে পুরুষ ৮২৩ জন এবং মহিলা ১৭ জন।
শুক্রবার আমবাসা মহকুমার অন্তর্গত জহরনগরস্থিত ধলাই জেলা শাসকের কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে জেলার অতিরিক্ত জেলা শাসক ও সমাহর্তা বিবেক এইচ.বি জানিয়েছেন চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ হয়েছে এবং ইতিমধ্যেই এই সংক্রান্ত বিষয়ে প্রতিটি রাজনৈতিক দলের দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তাদেরকেও জানানো হয়েছে। তিনি বলেন এই প্রক্রিয়া একেবারে অন্তিম দিন পর্যন্ত অব্যাহত থাকবে। তাছাড়া যদি কোন সমস্যা হয় সে ক্ষেত্রে কন্ট্রোল রুম রয়েছে নির্দিষ্ট নম্বরে ফোন করে সমস্যা সম্পর্কে তারা জানাতে পারবেন।