নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের খেলার মাঠে আন্ডারগ্রাউন্ড পার্কিং প্লেসের পরিকল্পনা বাতিল : মেয়ের

আগরতলা, ৫ জানুয়ারি।।আগরতলা শহরের অন্যতম বনেদি স্কুল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের খেলার মাঠে আন্ডারগ্রাউন্ড পার্কিং প্লেস করার যে পরিকল্পনা নেওয়া হয়েছিল সেই পরিকল্পনা থেকে সরে আসল আগরতলা পুর নিগমের। শুক্রবার আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার এক সাংবাদিক সম্মেলন করে স্পষ্ট ভাষায় জানিয়েছেন যে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠে কোন ধরনের পার্কিং প্লেস করা হবে না এবং রাজ্য সরকারে এ ধরনের জোর করে কোন কিছু চাপিয়ে দেওয়ার চিন্তা ভাবনাও করেনি।

মেয়র দীপক মজুমদার আরও জানিয়েছেন, আগরতলা শহরে দিন দিন যানবাহন বাড়ছে। ফলে সব থেকে বড় যে সমস্যা হচ্ছে পার্কিংয়ের। কিছুদিন পূর্বে একটি বৈঠকে শহরের কয়েকটি জায়গা নিয়ে আলোচনা হয় পার্কিংয়ের ব্যবস্থা করার জন্য। সেরকমই নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠ নিয়েও আলোচনা হয়। স্কুল কর্তৃপক্ষকে জানানো হলে তারা সম্মত হয় না। ফলে এই চিন্তাভাবনা থেকে দূরে চলে আসে পুর নিগম। শুধুমাত্র নেতাজি স্কুল নয় অন্যান্য বিকল্প অনেকটি জায়গা নিয়েও সেদিনের বৈঠকে আলোচনা হয়েছিল। যা ছিল প্রাথমিক আলোচনা মাত্র।

মেয়র উদ্বেগের সাথে জানিয়েছেন, কিছু কিছু স্বার্থান্বেষী মহল নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের মাঠ নাকি পার্কিং ব্যবস্থা করে নষ্ট করে দেওয়া হবে বলে প্রচার করে। প্রাথমিক আলোচনা হয়েছিল আন্ডারগ্রাউন্ডে পার্কিং ব্যবস্থা এবং উপরের মাঠ যেরকম আছে সেরকমই। তবে অ্যাস্ট্রোটার্ফ মাঠ বানিয়ে যার উন্নতি করার প্ল্যান ছিল নিগম তথা রাজ্য সরকারের। যেহেতু স্কুল কর্তৃপক্ষ রাজী হয়নি সেজন্য পিছিয়ে আসা হয়। এরকমই আগরতলা শহরের আরো অনেকগুলি জায়গাকে পার্কিং প্লেস বানানোর চিন্তাভাবনা আছে নিগমের। তবে নেতাজি সুভাষ বিদ্যানিকেতনের উন্নতি চায় রাজ্য সরকার। কিছুদিন পূর্বেই স্কুলের বাউন্ডারি ওয়াল এবং জল নিকাশি ব্যবস্থার জন্য ছয় কোটি টাকা রাজ্য সরকার বরাদ্দ করেছে বলে জানিয়েছেন মেয়র দীপক মজুমদার।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *