রাইমাভ্যালিতে বিজেপির যোগদান সভায় ৪২৫ জন নবাগতকে দলে বরণ করে নিলেন সাংসদ রেবতি

গন্ডাছড়া, ৫ জানুয়ারি।। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রাইমাভ্যালি বিধানসভা ক্ষেত্রে ভারী হচ্ছে বিজেপি সংগঠন। শুক্রবার পৃথক পৃথক দুইটি যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে প্রায় চারশো পঁচিশ জন ভোটার আনুষ্ঠানিকভাবে যোগ দিল বিজেপি দলে।
লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাইমাভ্যালি বিধানসভা ক্ষেত্রে নিজেদের ঘর ঘোচাতে ময়দানে নেমে পড়েছে বিজেপি।

শুক্রবার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রাইমাভ্যালি বিধানসভা ক্ষেত্রের রাইমাভ্যালি মন্ডলের আহ্বানে জগবন্ধুপাড়ায় অনুষ্ঠিত হয় যোগদান সভা। ওইদিনই সন্ধ্যায় গন্ডাছড়া মহকুমা সদর বাজারে অনুরূপ যোগদান সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন মন্ডল সভাপতি সমীর রঞ্জন ত্রিপুরা। তাছাড়া উপস্থিত ছিলেন নেতৃত্ব বিকাশ চাকমা, পূর্ব ত্রিপুরা আসনের সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যান্য নেতৃত্ব।

সাংসদ রেবতী ত্রিপুরা বিগত প্রায় পাঁচ বছরের গোটা দেশের উন্নয়নমূলক কাজকর্ম এবং সাধারণ মানুষের আর্থিক দিক মনোন্নয়নের বিভিন্ন দিকগুলি তুলে ধরে বক্তব্য রাখেন। আসন্ন লোকসভা নির্বাচনে তিনশোরও বেশী আসন নিয়ে কেন্দ্রে প্রতিষ্ঠিত হবে বিজেপি সরকার বলেও আশা ব্যক্ত করেন সাংসদ রেবতী ত্রিপুরা।

দলীয় সূত্রে জানা গিয়েছে জগবন্ধুপাড়ায় অনুষ্ঠিত যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে একশো আঠার পরিবারের তিনশো তের জন ভোটার বিজেপি দলে যোগদান করেন। অপরদিকে সন্ধ্যায় গন্ডাছড়া মহকুমা সদর বাজারে অনুষ্ঠিত যোগদান সভায় বিভিন্ন দল ছেড়ে ঊনত্রিশ পরিবারের একশো বারো জন ভোটার আনুষ্ঠানিকভাবে বিজেপি দলের ঝান্ডা হাতে তুলে নেয়। নবাগতদের দলে বরণ করে নেন সাংসদ রেবতী ত্রিপুরা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *