রাজ্যে মহিলারা কোনভাবেই সুরক্ষিত নয়, অভিযোগ প্রদেশ কংগ্রেসের মহিলা নেত্রীর

উদয়পুর, ৪ জানুয়ারি।। ত্রিপুরায় মহিলারা এখন কোনভাবেই সুরক্ষিত নয়, মহিলাদের উপর হানাদারী হচ্ছে। এই অভিযোগ মহিলা কংগ্রেস নেত্রী শ্রেয়শী লস্করের। বৃহস্পতিবার দুপুরে উদয়পুর জেলা কংগ্রেস ভবনে জেলা মহিলা কংগ্রের বর্ধিত সভায় বক্তব্য রাখতে গিয়ে শ্রেয়শী লস্কর একথা বলেন।

কংগ্রেস কর্মী সমর্থকদের কাছে পারিবারিক প্রচার করে কংগ্রেসের ভিত্তি প্রস্তর মজবুত করার জন্য আহ্বান রাখেন তিনি। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা কংগ্রেস সভানেত্রী সর্বানী ঘোষ চক্রবর্তী, জেলা কংগ্রেস সভাপতি টিটন পাল, মহিলা কংগ্রেস জেলা সভানেত্রী পার্বতী পাল দও, মহিলা কংগ্রেস রাজ্য সহ-সভানেত্রী সুভদ্রা চক্রবর্তী, সহ-সভানেত্রী উমা মজুমদার, সাধারন সম্পাদিকা শ্রেয়সী লস্কর, আর কে পুর ব্লক সভাপতি রনজিৎ দেবনাথ প্রমুখরা। এই অনুষ্ঠানে সম্প্রতি ঘটে যাওয়া মনিপুরের অসহিষ্ণুতা নিয়ে প্রধানমন্ত্রীর কর্তব্য এবং ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সারাদেশে বিজেপি বিরোধী হাওয়া বইছে বলে আলোচকরা তাদের বক্তব্যে তুলে ধরেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *