আগরতলা, ১ জানুয়ারি।। বিশালগড়ের রঘুনাথপুর কেন্দ্রীয় সংশোধনাগারে এক কয়েদীর রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য ছড়িয়েছে৷ মৃত ব্যক্তির নাম প্রাণ গোপাল রায়৷ বয়স ৬৮ বছর৷ প্রয়াত রায় খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ছিলেন৷ মৃত ব্যক্তির ছেলে জানিয়েছেন, এই মৃত্যু রহস্যজনক৷ সুষ্ঠু তদন্তের দাবী জানিয়েছেন তিনি৷
আগরতলা জিবি হাপাতালে মৃতদেহ নিতে এসে মৃতের ছেলে জানিয়েছেন, দুদিন আগেও তাঁর বাবার সাথে ফোনে কথা হয়েছে৷ শরীর খারাপের কোন কিছুই বাবা জানায়নি৷ জিরানীয়ার প্রাণ গোপাল রায় পরিবারিক বিবাদের জেরে খুনের মামলায় দোষি সাব্যস্ত হয়েছিলেন৷ আদালতের রায়ে তিনি যাবজ্জীবন কারাদন্ডপ্রাপ্ত কয়েদি ছিলেন৷ রবিবার দুপুর পৌনে দুইটা নাগাদ সংশোধনাগার থেকে ফোন করে জানানো হয় যে প্রাণ গোপাল রায় অসুস্থ হয়ে পড়েছেন৷
তাঁকে বিশালগড় হাসপাতাল থেকে জিবি হাসপাতালে রেফার করা হয়েছে৷ জিবি হাসপাতালে পৌঁছার পথেই প্রাণ গোপাল রায় মারা যান৷ মৃত ব্যক্তির ছেলে জিবি হাসপাতালে গিয়ে দেখেন বাবার মৃতদেহ৷ তিনি অভিযোগ করেছেন বাবাকে সংশোধনাগার থেকে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়ার সময়ও জানানো হয়নি৷ এর পিছনে কোন রহস্য থাকতে পারে বলে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন৷
এদিকে, সংশোধনাগারে কয়েদির রহস্যজনক মৃত্যুতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ সংশোধনাগার কর্তৃপক্ষ জানিয়েছেন, দুপুরে খাবার নেয়ার পর প্রাণ গোপাল রায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন৷ সাথে সাথেই তাঁকে বিশালগড় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ বিশালগড় হাসপাতালে চিকিৎসকরা তাঁকে জিবি হাসপাতালে রেফার করেছিলেন৷ পথেই তাঁর মৃত্যু হয়েছে৷