আগরতলা, ১ জানুয়ারি।। সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দুই শিক্ষক। সোমবার পশ্চিম ত্রিপুরা জেলার জম্পুইজলা মহকুমার অন্তর্গত সুভাষ চন্দ্রপাড়া এস বি স্কুলের শিক্ষক লিটন দাস এবং মধ্য ঘনিয়ামারা ইংলিশ মিডিয়াম এস বি স্কুলের শিক্ষক খোকন দাস সকালে তারা তাদের বিদ্যালয়ের উদ্দেশ্যে বাইকে করে যাওয়ার পথে দয়ারামপাড়া খুংসা কলাক্ষেত্রের সামনে ওল্টো দিক থেকে বিশ্বনাথ দেববর্মা নামে এক যুবক দ্রুতগতিতে একটি বাইক নিয়ে দুই শিক্ষকের বাইকের মুখোমুখি সংঘর্ষ বাধে। দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে বাইক থেকে ছিটকে পড়ে যায় শিক্ষক লিটন দাস এবং খোকন দাস।
গুরুতর ভাবে আহত হয়ে শিক্ষক লিটন দাস ও খোকন দাস রাস্তার পাশে কাতরাতে থাকে। তখন ঘটনাটি স্থানীয়রা প্রত্যক্ষ করতে পেরে খবর দেয় টাকারজলা অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীদের এবং টাকারজলা থানায়। খবর পেয়ে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে দ্রুত ছুটে গিয়ে আহত দুই শিক্ষককে উদ্ধার করে দয়ারাম পাড়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসে। তাদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য জিবি হাসপাতালে রেফার করে দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলের ছুটে আসে টাকারজলা থানার পুলিশ। পুলিশ ক্ষতিগ্রস্ত বাইকটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায় এবং দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে আহত দুই শিক্ষকের খোঁজখবর নেয়। জানা গেছে আহত দুই শিক্ষক লিটন দাস এবং খোকন দাসের চিকিৎসা জিবি হাসপাতালে চলছে। পুলিশ দূর্ঘটনার একটি মামলা নিয়েছে।