রোগীর নিকটাত্মীয়দের সাথে চিকিৎসকের বাকবিতন্ডায় ধুন্ধুমার কান্ড আইজিএম হাসপাতালে

আগরতলা, ১ জানুয়ারি।। আবারও কলঙ্কিত আগরতলার আইজিএম হাসপাতাল৷ চিকিৎসাধীন রোগীকে সঠিক পরিষেবা দিতে অনিহা প্রকাশ করায় চিকিৎসকের সাথে রোগীর নিকটাত্মীয়দের তুমুল ঝগড়া৷ পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশ ছুটে যায় এবং ঘটনা মিটমাট করে৷ রবিবার রাত দশটা নাগাদ এই ঘটনা৷

জানা গিয়েছে, আগরতলা শহরের জয়নগর এলাকার বাসিন্দা বন্দনা দাস বুকে ব্যাথা নিয়ে আইজিএম হাসপাতালের জরুরী বিভাগে যান৷ সাথে ছিলেন তাঁর ছেলে দিপ্তনু সাহা৷ জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক বন্দনা দাসকে পরীক্ষা নিরীক্ষা করে ভর্তি করানোর পরামর্শ দেন এবং সাথে ইসিজি করানোর কথা বলেন৷ সেই মোতাবেক রোগীকে ভর্তি করানো হয়৷ দায়িত্বপ্রাপ্ত অন্য চিকিৎসক স্বস্তি চন্দ্র সাহা রোগীর ইসিজি করতে হবে না বলে দেন৷ কারণ ইসিজি করার মতো কর্মী নেই৷

ডাক্তারবাবুর এই কথা শোনে কিছুটা বিরক্ত হয়ে রোগী বন্দনা সাহার ছেলে দিপ্তনু ডাক্তারবাবুকে বলেন জরুরী বিভাগের চিকিৎসক যেহেতু ইসিজি করার পরামর্শ দিয়েছেন তাহলে তো ইসিজি করতে হবে৷ এনিয়ে ডাঃ স্বস্তি চন্দ্র সাহার সাথে রোগীর নিকটাত্মীয়দের বাকবিতন্ডা হয়৷
একসময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে এবং খবর দেয়া হয় পশ্চিম আগরতলা থানায়৷ পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে৷ রোগী বন্দনা সাহার ছেলে দিপ্তনু সাহা অভিযোগ করেছেন চিকিৎসক স্বস্তি চন্দ্র সাহা মদমত্ত অবস্থায় হাসপাতালে দায়িত্বপালন করছেন৷ শুধু তাই তিনি রোগীর নিকটাত্মীয়দের সাথে খারাপ ব্যাবহারও করেছেন৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *