আগরতলা, ৩০ ডিসেম্বর।। নতুন করে আরও ২৯ হাজার ৪১০ জনকে বিভিন্ন সামাজিক ভাতা প্রদানের ঘোষণা দেওয়ায় ত্রিপুরা সরকারকে ও মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহাকে ধন্যবাদ জানিয়েছে প্রদেশ বিজেপি।
শনিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে দলের পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জানান পার্টির মুখপাত্র নবেন্দু ভট্টাচার্য। তিনি বলেন, এই সরকার জনকল্যাণের আদর্শে বিশ্বাসী। তাই বিভিন্ন সময়ে জনকল্যাণমুখী সিদ্ধান্ত গ্রহণ করছে। সাংবাদিক সম্মেলন নবেন্দু ভট্টাচার্য-র সাথে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির প্রবক্তা অস্মিতা বনিক।
প্রসঙ্গত, নতুন ২৯ হাজার ৪১০ জনের নয়া ভাতা প্রদানকারীদের মধ্যে বৃদ্ধ ভাতা প্রদান করা হবে ১৪ হাজার ১৯৭ জনকে, বিধবা ভাতা দেওয়া হবে ১ হাজার ৬৫৩ জনকে, স্বামী পরিত্যক্ত ভাতা দেওয়া হবে ৫ হাজার ৩৮৮ জনকে। অবিবাহিত মহিলা ভাতা ৪২০ জনকে দেওয়া হবে, যাদের বয়স ৪৫ বছরের অধিক। দিব্যাঙ্গন ভাতা দেওয়া হবে ১ হাজার ৯৪৬ জনকে এবং অন্যান্য ভাতা প্রদান করা হবে ৫ হাজার ৮০৬ জনকে। শনিবার সম্মেলনে সমাজকল্যাণ ও সমাজশিক্ষা মন্ত্রী টিংকু রায় এই সামাজিক ভাতা দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা দিয়েছেন।