ঋষ্যমুখ, ৩০ ডিসেম্বর।। আগামীকাল ৩১ ডিসেম্বর রবিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ১০৮ তম মন কি বাত ঋষ্যমুখ মন্ডলের অন্তর্গত প্রতিটি বুথে সম্পন্ন করার জন্য চলছে ব্যাপক প্রস্তুতি। ১০৮ তম মন কি বাত-এ ঋষ্যমুখ মন্ডলের ২৮ নং বুথৈ অংশগ্রহণ করবেন মন্ত্রী শুক্লা চরণ নোয়াতিয়া, ২৭ নং বুথে অংশগ্রহণ করছেন এম ডি সি কংজ মগ, ৩০ নং বুথে অংশগ্রহণ করছেন এম ডি সি সম্রাট জমাতিয়া। ২৭,২৮ এবং ৩০ নং বুথে মন কি বাত এর প্রস্তুতি বৈঠক অনুষ্ঠিত হয় মন্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক এর উপস্থিতিতে।
মন্ডলের অন্তর্গত প্রতিটি বুথের সঙ্গে এই তিনটি বুথে উল্লেখযোগ্য লোককে শামিল করার লক্ষ্যে বুথের কার্যকর্তারা প্রস্তুতি নিয়েছেন। মন্ডল সভাপতি সুশংকর ভৌমিক জানান, মন্ডলের অন্তর্গত ৫৯ টি বুথেই প্রত্যেক মাসে মন কি বাত অনুষ্ঠান সংঘটিত হয়ে থাকে এবং প্রতিটি অনুষ্ঠানে জনগণের অংশগ্রহণ থাকে আশানুরূপ। ১০৮ তম মন কি বাত অনুষ্ঠানে রাজ্যের মন্ত্রী এবং দুজন এম ডি সি ঋষ্যমুখ মন্ডলে অংশগ্রহণের ফলে কার্যকর্তাদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে।
মন কি বাতকে কেন্দ্র করে বিভিন্ন বুথে প্রস্তুতি বৈঠকে অংশগ্রহণ করেন মন্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক, মন্ডলের বিস্তারক গৌরাঙ্গ দেবনাথ, প্রধান বিধান মজুমদার, প্রধান লিটন রায়, উপপ্রধান অজিত পাল, ২৭,২৮,৩০ নং বুথের বুথ সভাপতি পুলক দেব, সংকর দত্ত, অজিত মজুমদার সহ অন্যান্য নেতৃবৃন্দ।