বেতন ভাতা বৃদ্ধির দাবীতে শিক্ষা ভবনে ডেপুটেশন দিলেন মিড-ডে-মিল প্রকল্পের কর্মীরা

আগরতলা, ৩০ ডিসেম্বর।। বেতন ভাতা বৃদ্ধির দাবীতে শনিবার আগরতলায় শিক্ষাভবনে ডেপুটেশন দিলেন মিড ডে মিল কর্মীরা৷ কয়েক শতাধিক মিড ডে মিল কর্মীরা এদিন রাজধানী আগরতলা শহরে মিছিল করে শিক্ষা ভবনে গিয়ে অধিকর্তার কাছে ডেপুটেশন দিয়েছেন তাদের বেতন ভাতী বৃদ্ধি করার জন্য৷

আন্দোলনকারীদের একজন জানিয়েছেন, ২০০৩-২০০৪ সাল থেকে মিড ডে মিল কর্মীরা বিভিন্ন স্কুলে রান্নাবান্নার কাজ করছেন৷ তাদের প্রতিমাসে ১৫০০ থেকে ২৫০০ টাকা ভাতা দেয়া হচ্ছে৷ গড় প্রতিদিন ৭৩ টাকা মজুরী পড়ছে৷ দৈনিক হাজিরার কর্মীরাও কমপক্ষে ৫০০ টাকা পাচ্ছেন৷ এত কম টাকায় মিড ডে মিল কর্মীদের সংসার চলছে না৷ তাদের বেতন ভাতা বৃদ্ধি করার জন্য দাবী জানানো হচ্ছে৷ অবিলম্বে বেতন ভাতা বৃদ্ধি না করা হলে তারা কর্মবিরতির পথে যাবেন বলেও হুঁশিয়ারি দিয়েছেন৷

প্রসঙ্গত, মিড ডে মিল প্রকল্প চালু হওয়ার পর রাজ্যের বিভিন্ন স্কুলে খাবার রান্নার জন্য অনেক কর্মী নিযুক্ত করা হয়৷ বিশেষ করে স্কুলের পাশের বাড়িঘরের লোকদেরই এই কাজের দায়িত্ব দেয়া হয়েছে৷ কিন্তু, দেখা গিয়েছে চার পাঁচ ঘন্টা দৈনিক কাজ করার পর তাদের মিলছে মাত্র ৭৩ টাকা৷ এই টাকা দিয়ে কোনভাবেই তাদের পরিবার পরিজনদের নিয়ে চলা সম্ভব হচ্ছে না৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *