রাইয়াবাড়ির ঘটনায় পুলিশ সুপারকে স্মারকলিপি দিল কংগ্রেস ও পাঁচটি বামপন্থী দল

উদয়পুর, ৩০ ডিসেম্বর।। গত কয়েকদিন ধরে গোমতী জেলার উদয়পুরে কিল্লা থানাধীন রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় ১৭ টি মুসলিম পরিবারের উপর কিছু সমাজদ্রোহী এলাকায় প্রবেশ করে বাড়ি ঘরে ভাঙচুর, আগুন লাগিয়ে ঘরের সমস্ত জিনিস পত্র পুড়িয়ে দেওয়া সহ এলাকার লোকজনদের রাবার গাছ কেটে ফেলা, সবজি গাছ সহ ফসল গাছ কেটে দেয়। এই মুসলিম পাড়ায় জাতি- জনজাতিদের মধ্যে এক আতঙ্ক সৃষ্টি হয়।

সমস্ত ঘটনা উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক ও কিল্লা থানার ওসি র সামনে ঘটলেও পুলিশ ছিল নীরব দর্শক। এলাকার শান্তির পরিবেশ যাতে বজায় থাকে তাই শনিবার গোমতী জেলার পুলিশ সুপার নমিত পাঠকের কাছে পাঁচটি বামপন্থী দল ও জাতীয় কংগ্রেস দলের পক্ষ থেকে সাক্ষাত করে এক স্মারকলিপি প্রদান করা হয়।

সিপিআইএম উদয়পুর বিভাগীয় কমিটির সম্পাদক দিলীপ দত্ত ও সিপিআই( এম- এল) র রাজ্য সম্পাদক পার্থ কর্মকার সাংবাদিকদের সামনে ঘটনার বিস্তারিত তুলে ধরে বলেন এই রাইয়াবাড়ি মধ্য মুসলিম পাড়া এলাকায় জাতি – জনজাতিদের মধ্যে ভ্রাতৃত্ব বোধ বজায় রাখা সহ এলাকার শান্তি ও সম্প্রীতি বজায় রাখার জন্য আহ্বান জানান প্রশাসনকে। আইন সন্মত ভাবে দুই জনগোষ্ঠীর মধ্যে এই এলাকার ভূমি বিরোধের সুষ্ঠুভাবে মীমাংসা করার জন্য দাবি জানানো হয়।

এলাকার যে সমস্ত পরিবারের বাড়ি ঘরে আগুন লাগিয়ে সব শেষ করে দিয়েছে এবং ফলন গাছ সহ রাবার গাছ কেটে দেওয়া হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানোর পাশাপাশি সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধ মূলক কাজে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্ৰহন করে প্রশাসনকে সাংবিধানিক দায়‌ বদ্ধতার সাথে জনগনের জীবন সম্পতি রক্ষা করার বিষয়টি সুনিশ্চিত করার উপর দাবি জানানো হয়। যাতে কোন হামলার পুনরাবৃত্তি না ঘটে তা নিশ্চিত করার দাবি জানানো হয় পুলিশ আধিকারিকের কাছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *