যুক্তরাষ্ট্র কর্তৃক ঘোষিত বহুজাতিক নৌ টাস্কফোর্সে যোগদানে অনীহা প্রকাশ করছে মার্কিন মিত্র দেশগুলি

অনলাইন, ২৮ ডিসেম্বর।। লোহিত সাগরে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের আক্রমণ বন্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র কর্তৃক ঘোষিত বহুজাতিক নৌ টাস্কফোর্সে যোগদানে অনীহা প্রকাশ করছে মার্কিন মিত্র দেশগুলোই।যুক্তরাষ্ট্র জানিয়েছে যে শুরুতে ২০টি দেশ রেড সি টাস্কফোর্সের জন্য আগ্রহ জানালেও এখন পর্যন্ত মাত্র ১২টি দেশ নাম দিয়েছে। খবর রয়টার্স। যুক্তরাষ্ট্রের ইউরোপীয় মিত্র দুই দেশ ইতালি এবং স্পেন শুরুর দিকে রেড সি নৌ বাহিনীতে যোগদানের কথা জানালেও সম্প্রতি এই টাস্ক থেকে নিজেদের দূরে রাখার জন্য বিবৃতি জারি করেছে৷ এ ছাড়া রাশিয়া এই বাহিনীতে অংশ নেবে না বলে শুরুতেই জানিয়েছিল।

পেন্টাগন জানায়, লোহিত সাগরে অবাধে বাণিজ্য জাহাজ চলাচলে রেড সি টাস্ক ফোর্স নৌ বাহিনীটিতে ২০টিরও বেশি দেশের একটি প্রতিরক্ষামূলক জোট যা নিশ্চিত করতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এসব দেশগুলির প্রায় অর্ধেক দেশ এখন পর্যন্ত জোট গঠনে এগিয়ে আসেনি বা যুক্তরাষ্ট্রকে বাহিনী গঠনে সহায়তা করেনি। রয়টার্স বলছে যে, বেশীরভাগ মার্কিন মিত্র দেশের এই নৌ বাহিনীতে যোগদানের অনিচ্ছার কারণ হল ইসরায়েলের প্রতি বাইডেনের দৃঢ় সমর্থন। বিশেষ করে গাজায় ইসরায়েলের আক্রমণ ও নির্বিচারে হত্যার কারণে আন্তর্জাতিক সমালোচনা বেড়েছে।

এমন অবস্থায় যুক্তরাষ্ট্রকে সমর্থন ও যুক্তরাষ্ট্র গঠিত বাহিনীতে যোগদানে সম্ভ্যাব্য ভোটারদের একটি বড় অংশ বিরুদ্ধে চলে যাবে বলে উদ্বিগ্ন ইউরোপীয় দেশগুলো, এমনটাই জানালেন মাদ্রিদের কমপ্লুটেন্স ইউনিভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক ডেভিড হার্নান্দেজ।ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় লোহিত সাগরের মধ্য দিয়ে যাত্রা করা আন্তর্জাতিক জাহাজগুলোকে লক্ষ্য করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। তারা এসব পরিবহনগুলোর দিকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে।

মূলত ইসরায়েলি জাহাজ বা ইসরায়েলের দিকে যাওয়া জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করা হচ্ছে। নভেম্বর থেকে শুরু হওয়া এসব হামলা বন্ধে প্রথম থেকে সোচ্চার ছিল যুক্তরাষ্ট্র। আর তাই হুথিদের হামলা বন্ধে বিভিন্ন দেশের সমন্বয়ে বহুজাতিক নৌ টাস্কফোর্স গঠনের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।ঘোষণায় বলা হয়, রেড সি টাস্ক ফোর্স দক্ষিণ লোহিত সাগর ও এডেন উপসাগরে যৌথ টহল পরিচালনা করবে। এর মাধ্যমে হুথিদের হামলা মোকাবিলা করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *