প্রিমিয়ার লিগে বার্নলিকে ২-০ গোলে হারিয়ে নিজেদের প্রত্যাশিত স্থান দখল করে নিয়েছে লিভারপুল

অনলাইন, ২৭ ডিসেম্বর।। প্রিমিয়ার লিগে বক্সিং ডের ফিক্সচারে জয় পেয়েছে লিভারপুল। তাতে তারা উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। বার্নলিকে ২-০ গোলে হারিয়ে নিজেদের প্রত্যাশিত স্থান দখল করে নিয়েছে।

বার্নলির বিপক্ষে সেই নুনিয়েজ খেলেছেন দারুণ। দেড়মাসের গোলখরা কাটাতে ম্যাচের ৬ মিনিট সময় নিলেন তিনি। কোডি গাকপোর সঙ্গে বোঝাপড়া শেষে জেমস ট্র্যাফোর্ডকে ফাঁকি দিয়ে বল জালে জড়ান এই উরুগুইয়ান স্ট্রাইকার। বক্সের বাইরে থেকে করা গোলে দলকে এগিয়ে নেন নুনিয়েজ।

প্রথমার্ধের বাকিটা ছিল নুনিয়েজের। কখনো নিজে শট নিয়েছেন। কখনো সতীর্থদের দিয়েছেন দারুণ সব পাস। এরমাঝে একবার গোলও করে বসে লিভারপুল। তবে তা বাতিল হয়। প্রথমার্ধেই মোহাম্মদ সালাহ হতাশ হন বল ক্রসবারে লাগায়।

বিরতির পর হার্ভি এলিয়টও গোল করেছেন, তা বাতিল হয়েছে অফসাইডের কারণে। আর পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন বার্নলি গোলরক্ষক হার্ভি এলিয়ট। অসাধারণ সব সেইভ দিয়ে লিভারপুলকে। তবে ম্যাচের ৯০ মিনিটে দিয়োগো জোটার কাছে ঠিকই হার মানতে হয় তাকে। লুইস দিয়াজের পাস থেকে দারুণ এক ফিনিশে বল জালে জড়ান ইনজুরিফেরত এই স্ট্রাইকার।

এই জয়ের সুবাদে ১৯ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে বড়দিনের পরেই শীর্ষে উঠে এসেছে লিভারপুল। অবশ্য বৃহস্পতিবার রাতে আর্সেনাল যদি ওয়েস্ট হামকে হারিয়ে দেয়, তবে গানাররাই আবার শীর্ষে চলে যাবে। সেক্ষেত্রে বছরের শেষেও সবার উপরে থাকবে আর্সেনাল।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *