আগরতলা, ২৬ ডিসেম্বর।। বিজেপির টাকারজলা মন্ডলের বেলবাড়িতে যুব মোর্চার সভায় অতর্কিত হামলায় রক্তাক্ত হয়েছেন ছয়জন যুব মোর্চার কার্যকর্তা৷ ঘটনাটি ঘটেছে বুধবার সকাল এগারটা নাগাদ৷ ঘটনায় গোটা এলাকায় উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে৷ আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে৷ এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল সংখ্যায় পুলিশ সহ অন্যান্য নিরাপত্তাকর্মী মোতায়েন করা হয়েছে৷
যুব মোর্চার এক নেতা জানিয়েছেন, পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল বেলবাড়িতে৷ টাকারজলা মন্ডল ভারতীয় জনতা যুব মোর্চার কর্মীরা সেখানে মিলিত হয়েছিলেন৷ তিপ্রা মথার কিছু দুস্কৃতিকারী অতর্কিত ওই সভায় হামলা চালায়৷ বেধড়ক মারধর করা হয়েছে যুব মোর্চার কর্মীদের৷ রক্তাক্ত অবস্থায় ছয়জনকে হাসপাতালে পাঠানো হয়েছে৷ ঘটনার খবর পেয় সেখানে পৌঁছে বিশাল সংখ্যায় পুলিশ সহ অন্যান্য নিরাপত্তা কমীরা৷
পুলিশের তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ যুব মোর্চার স্থানীয় নেতৃত্বরা দাবি করেন, সাংগঠনিক কর্মসূচি নেয়ার অধিকার সমস্ত রাজনৈতিক দল সংগঠনের রয়েছে৷ কিন্তু, তিপ্রা মথার কর্মীরা যেভাবে আক্রমণ করেছে তার তীব্র নিন্দা জানিয়ে যুব মোর্চার নেতৃত্বরা হুশিয়ারী দিয়েছেন আগামীদিনে এধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে যুব মোর্চা এবং ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা হামলা ও আক্রমণের কঠোর জবাব দেবে এবং প্রতিরোধ গড়ে তুলবে৷