৩০শে ডিসেম্বর ২১টি ক্লাবকে শারদ সম্মাননা দেবে আগরতলা পুর নিগম : মেয়র

আগরতলা, ২৭ ডিসেম্বর।। আগামী ৩০শে ডিসেম্বর সন্ধ্যা ৬টায় রবীন্দ্র শতবার্ষিকি ভবনে আগরতলা পুর নিগমের উদ্যোগে শারদ সম্মাননা-২০২৩ অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা। এই অনুষ্ঠানে মোট ২১ টি ক্লাবকে পুরস্কৃত করা হবে। মোট ৫টি ক্লাবকে সেরার সেরা পুরস্কার প্রদান করা হবে। তার মধ্যে একটি মহিলা পরিচালিত সর্বোত্তম সংস্থাকে পুরস্কৃত করা হবে।

আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার সাংবাদিক সম্মেলনে এই তথ্য দিয়ে জানিয়েছেন সমগ্র অনুষ্ঠানটি সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য আলাদা আলাদা কমিটি গঠন করা হয়েছে: যারা তাদের স্ব-স্ব ভূমিকা পালন করবেন। প্রত্যেকটি পুরষ্কার প্রদানের সময় মঞ্চে ঢাক ও ওলুধ্বনির ধ্বনিত হবে। অনুষ্ঠানে আগরতলা পুর নিগমের ২বছর পূর্তি উপলক্ষে এলইডি স্ক্রিনে উন্নয়নমূলক কাজকর্মের তথ্যচিত্র প্রদর্শিত হবে ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে।

প্রসঙ্গত, যেসব ক্লাব ও সংস্থাকে পুরস্কার দেওয়া হবে সেগুলি হল, (১) ভারত রত্ন সংঘ, ঊষা বাজার (২) রামঠাকুর সংঘ, আগরতলা (৩) ঐকতান যুব সংস্থা, শান্তিপাড়া (৪) আজাদহিন্দ সংঘ, ধলেশ্বর ও (৫) মহিলা পরিচালিত সংস্থা, মা ত্রিনয়নী সামাজিক সংস্থা, এ.ডি. নগর। এই ৫টি সেরার সেরা ক্লাবকে ৫০০০০ টাকা অর্থরাশি কবে নগদ পুরস্কার প্রদান করা হবে।

এছাড়া আগরতলা পুর নিগমের ৪টি জোনের প্রত্যেকটিতে ৪টি ক্যাটাগরিতে মোট ১৬টি ক্লাবকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হবে। এই ক্যাটাগরিগুলি হল (১) শ্রেষ্ঠ প্রতিমা (২) শ্রেষ্ঠ প্যান্ডেল (৩) শ্রেষ্ঠ আলোকসজ্জা ও (৪) শ্রেষ্ঠ থিম। কেন্দ্রীয় অঞ্চলে পুরস্কৃত করা হবে (১) শ্রেষ্ঠ প্রতিমার জন্য-অরুন উদয় সংঘ ক্লাবকে (২) শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য- রামঠাকুর সংঘ ক্লাবকে (৩) শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য-ঐকতান যুব সংস্থাকে (৪) শ্রেষ্ঠ থিমের জন্য ছাত্রবন্ধু ক্লাবকে।

অনুরূপভাবে পূর্ব অঞ্চলে পুরস্কৃত করা হবে (১) শ্রেষ্ঠ প্রতিমার জন্য- অগ্রদূত ক্লাবকে (২) শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য- শিবনগর মডার্ন ক্লাব ও আমরা তরুন সংঘ দল ক্লাবকে (৩) শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য- ফ্লাওয়ার্স ক্লাবকে ও (৪) শ্রেষ্ঠ থিমের জন্য এম.বি.বি ক্লাবকে।
একইভাবে দক্ষিণ অঞ্চলে পুরস্কৃত করা হবে (১) শ্রেষ্ঠ প্রতিমার জন্য-কৌরব ক্লাবকে (২) শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য-বি.পি.সি ওয়েস্ট ক্লাবকে (৩) শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য- কালিমাতা সংঘ ক্লাবকে ও (৪) শ্রেষ্ঠ থিমের জন্য আপনজন ক্লাবকে।

উত্তর অঞ্চলে পুরস্কৃত করা হবে (১) শ্রেষ্ঠ প্রতিমার জন্য-ভারত রত্ন সংঘ ক্লাবকে (২) শ্রেষ্ঠ প্যান্ডেলের জন্য- বর্নালী সংঘ ক্লাবকে (৩) শ্রেষ্ঠ আলোকসজ্জার জন্য কুঞ্জবন স্পোর্টিং ইউনিয়ন ক্লাবকে ও (৪) শ্রেষ্ঠ থিমের জন্য নিউস্টার ক্লাবকে। প্রসঙ্গত, শারদ সম্মাননা-২০২৩ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য, সংস্কৃতি ও পর্যটন দপ্তরের মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ত্রিপুরা খাদি ও গ্রামোদ্যোগ পর্ষদের প্রাক্তন চেয়ারম্যান রাজীব ভট্টাচার্য্য।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *