দাদুর বাৎসরিক শ্রাদ্ধানুষ্ঠানের দিন বাড়ীর ছাদ থেকে পড়ে মৃত্যু হল ১২ বছর বয়সী নাতির

কুমারঘাট,২৭ ডিসেম্বর।। দাদুর শ্রাদ্ধানুষ্ঠানের দিন বাড়ীর ছাদ থেকে পড়ে মৃত্যু হলো ১২ বছর বয়সী নাতির। মৃত কিশোরের নাম রোহিত ধর। হৃদয় বিদারক এই ঘটনা বুধবার ঊনকোটি জেলার ফটিকরায় থানাধীন রাজনগর চেবরী চৌমুহনিতে।

মৃতের পরিবার সুত্রে জানা গেছে এদিন তাদের বাড়ীতে ঐ কিশোরের দাদুর বাৎসরিক শ্রাদ্ধ অনুষ্ঠান চলছিল। তখনই বিকেলে বাড়ীর ছাদে কাপড় আনতে যায় সপ্তম শ্রেনীতে পাঠরত রোহিত। কোন একসময় বাড়ীর সবার অজান্তে ছাদ থেকে ছিটকে ঘরের পেছনে একটি জঙ্গলে পরে যায় ঐ কিশোর। দীর্ঘক্ষন ধরে তাকে খুঁজে না পেয়ে বাড়ীর অন্যরা ঘরের পেছনে যেতেই রক্তাক্ত দেহ পায় কিশোরের। মুহূর্তেই হৈচৈ পড়ে যায় এলাকায়। সঙ্গে সঙ্গেই পরিবারের লোকেরা তাকে উদ্ধার করে ফটিকরায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষনা করেন। মৃতের বাবা রাজেশ ধর রাজ্য পুলিশে কর্মরত। বাড়ীতে তার মা এবং দশম শ্রেনীতে পড়ুয়া এক বোনও রয়েছে। খবর পেয়ে অকুস্থলে পৌছায় ফটিকরায় থানার পুলিশ। এই মর্মে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়েছে পুলিশ। হৃদয় বিদারক এই ঘটনায় শোকা বিরাজ করছে গোটা এলাকা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *