আগরতলা, ২৬ ডিসেম্বর।। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত ২০২৪ সালের মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার নির্ঘন্ট ঘোষণা করা হয়েছে মঙ্গলবার। আগামী ১লা মার্চ থেকে শুরু হতে চলেছে উচ্চমাধ্যমিক পরীক্ষা এবং ২রা মার্চ শুরু হবে মাধ্যমিক পরীক্ষা। সাংবাদিক সম্মেলনে পরীক্ষার সূচী জানান পর্ষদ সভাপতি ড: ধনঞ্জয় গণ চৌধুরী।
এদিন পর্ষদ সভাপতি ড.ধনঞ্জয় গণ চৌধুরী জানিয়েছেন, মাধ্যমিক পরীক্ষা ২ মার্চ থেকে শুরু হবে। পরীক্ষা শেষ হবে ২৩ মার্চ। তিনি আরও জানিয়েছেন, প্রথম দিনের পরীক্ষা ইংরেজি বিষয় দিয়ে শুরু হবে। উচ্চ মাধ্যমিককের পরীক্ষা ১ মার্চ থেকে শুরু হয়ে ৩০ মার্চ শেষ হবে। এবছর আনুমানিক মাধ্যমিকের ছাত্রছাত্রীদের সংখ্যা ৩৮,৫৩৮ জন এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী সংখ্যা ২৭,৬০৮ জন।
রাজ্যের বিভিন্ন বিদ্যালয় বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীনে হওয়ায় এবছর পরীক্ষার্থী সংখ্যা কমেছে। গতবারের তুলনায় এবছর ১০ হাজার পরীক্ষার্থী কমেছে।তিনি আরও জানিয়েছেন, এই বছর মাধ্যমিক পরীক্ষায় কেন্দ্র রয়েছে ৬৯ টি এবং পরীক্ষা ক্ষেত্র রয়েছে ১৪৪টি। উচ্চ মাধ্যমিকের কেন্দ্র রয়েছে ৬০টি এবং স্থান ৯৮টি।