গন্ডাছড়া, ২৬ ডিসেম্বর।। এলাকাবাসীদের সহযোগীতায় নিখোঁজ হওয়া কলেজ পড়ুয়া ছেলেকে ফিরে পেলেন উদ্বিগ্ন বাবা এবং মা সহ পরিজনরা। ছেলেকে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস পরিবারে।ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত মাছকুম্ভীর পাড়ার বাসিন্দা ঠুঙ্গা জমাতিয়া। ঠুঙ্গাবাবুর ছেলে সূর্য জমাতিয়া গন্ডাছড়া সরকারী ডিগ্রী কলেজের তৃতীয় সেমিস্টারের ছাত্র। গত ২১ ডিসেম্বর অসুস্থ মায়ের কাছে কিছু টাকা চায় ছেলে সুর্য্য। কিন্তু মা টাকা না দেওয়ায় রাগান্নিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সন্ধ্যা হয়ে আসতেই শুরু হয় খোঁজাখুঁজি। বন্ধ অবস্থায় রাখা হয় সুর্য্য-র মোবাইল ফোন। এতে চিন্তিত হয়ে পড়েন পরিবার পরিজনরা।
পরদিন নিখোঁজ ছেলের সম্পূর্ণ ঘটনা জানানো হয় গন্ডাছড়া মহকুমা থানায়। লোকমারফত খবর পাওয়া যায় নিখোঁজ সুর্য্য জমাতিয়া গন্ডাছড়া মহকুমার অন্তর্গত রইস্যাবাড়ি থানাধীন সীমান্ত এলাকার রতননগরে অবস্থান করছে। লোকমারফত সংবাদ পেয়েই রতননগর ছুটে যান পরিজনরা। নিখোঁজ ছেলেকে উদ্ধার করেন উদ্বিগ্ন বাবা সহ প্রতিবেশীরা। সুর্য্যকে নিয়ে আসা হয় মাছকুম্ভীরের নিজ বাড়িতে। নিখোঁজ ছেলেকে পেয়ে খুশী বাবা ঠুঙ্গা জমাতিয়া সহ পরিবার পরিজনরা।