প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবীতে শিক্ষা ভবনে ধর্না দিল বিরোধী দলের ছাত্র ও যুব সংগঠন

আগরতলা, ২৬ ডিসেম্বর।। দশম ও দ্বাদশের প্রি-বোর্ড পরীক্ষার প্রশ্ণপত্র ফাঁস হওয়ার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে বিরোধী দলের ছাত্র সংগঠনগুলির তরফ থেকে শিক্ষা ভবনে ধর্না সংগঠিত করা হয়েছে৷ মঙ্গলবার বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই ও টিএসইউর তরফ থেকে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে৷ প্রদেশ যুব কংগ্রেসের তরফ থেকেও একই ইস্যুতে বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে শিক্ষা ভবনের সামনে৷
বামপন্থী ছাত্র সংগঠন এসএফআই রাজ্য সম্পাদক ধর্নাস্থলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ অন্ধকারের দিকে ঠেলে দিয়েছে বিজেপি আইপিএফটি জোট সরকার৷ মুখ্যমন্ত্রী যিনি শিক্ষা দপ্তরেরও মন্ত্রী তিনি খেলা মেলা ইত্যাদি নিয়ে ব্যাস্ত আছেন৷ প্রশ্ণপত্র ফাঁস নিয়ে এসএফআই রাজ্য সম্পাদক শিক্ষা দপ্তরের একাংশ কর্মচারীকে দায়ি করেছেন৷ তাদের মদতেই এই প্রশ্ণপত্র ফাঁস হয়েছে৷ অবিলম্বে দোষিদের চিহ্ণিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানিয়েছেন তিনি৷
এদিকে, যুব কংগ্রেসের অভিযোগ গত ছয় বথর ধরে রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে বিদ্যা ব্যবসায় পরিণত করা হয়েছে৷ প্রাক্তন শিক্ষামন্ত্রী রতন লালনাথ বিদ্যা ব্যবসা চালু করে গিয়েছেন বলে অভিযোগ যুব কংগ্রেসের৷ সংগঠনটির আরও অভিযোগ বর্তমান বিজেপি জোট সরকার ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলছে৷ প্রশ্ণপত্র ফাঁসের ঘটনায় জড়িতদের চিহ্ণিত করে দৃষ্টামূলক শাস্তির ব্যবস্থা না করা হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলন সংগঠিত করার হুঁশিয়ারি দিয়েছে যুব কংগ্রেস৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *