গন্ডাছড়া, ২৬ ডিসেম্বর।। গন্ডাছড়া থানার পুলিশ চব্বিশ ঘন্টা তৎপরতা চালিয়ে মহকুমার বিভিন্ন স্থানে হানা দিয়ে চুরি যাওয়া দুটি বাইক উদ্ধার করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার চুরির দুইটি মোটর বাইক নির্দিষ্ট দুই মালিকের হাতে তুলে দেয় গন্ডাছড়া থানা কর্তৃপক্ষ। গন্ডাছড়া মহকুমা থানার পুলিশ এবং অফিসারদের এমন ভূমিকায় খুশী বাইক মালিক পক্ষ সহ মহকুমার সাধারণ লোকজন।
জানা গিয়েছে, তেলিয়ামুড়া মহকুমার অন্তর্গত মুঙ্গিয়াকামি থানা এলাকার দুটি গ্রাম থেকে একটি পালসার বাইক এবং একটি এভেঞ্জার বাইক চুরি হয়। উক্ত চুরির ঘটনাটির সংবাদ আসে ধলাই জেলার গন্ডাছড়া থানায়। বাইক চুরির ঘটনার সংবাদ পেয়েই নড়েচড়ে বসে গন্ডাছড়া থানার পুলিশ। সোমবার সকাল থেকেই গন্ডাছড়া মহকুমা থানার ওসি পলাশ দত্ত এবং সাবইন্সপেক্টর কাজল দেবনাথের নেতৃত্বে বাইক উদ্ধারের জন্য গোটা মহকুমায় জোরদার তল্লাশি চালায়। সফলতা পায় পুলিশ।
সোমবার গভীর রাতে মহকুমার প্রত্যন্ত এলাকায় পরিত্যাক্ত স্থান থেকে মুঙ্গিয়াকামি থেকে চুরি হওয়া দুইটি বাইক উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ। বাইক উদ্ধারের ঘটনার সংবাদ পেয়ে মঙ্গলবার গন্ডাছড়া থানায় আসে দুই বাইকের মালিক। ওইদিন বিকাল নাগাদ দুইটি বাইকই তুলে দেওয়া হয় দুই মালিকের হাতে। বাইক পেয়ে বেজায় খুশী বাইকের দুই মালিক। পুলিশকে ধন্যবাদ জানান মালিকরা। পুলিশের সাফল্যে খুশী গন্ডাছড়া মহকুমার সাধারণ মানুষ।