বীরগঞ্জে ত্রিং মেলা দেখতে গিয়ে নিখোঁজ নাবালিকা, অপহরণের মামলা দায়ের থানায়

শান্তিরবাজার, ২৬ ডিসেম্বর।। দক্ষিণ ত্রিপুরা জেলার শান্তিরবাজার মহকুমার বীরগঞ্জের রাতাছড়া এলাকা থেকে নাবালিকাকে অপহরণ করা হয়েছে৷ ঘটনার পাঁচদিন অতিক্রান্ত হওয়ার পরও পুলিশ অন্ধকারে হাতরাচ্ছে৷ মেয়েকে খোঁজে পাওয়ার জন্য সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়েছেন অসহায় বাবা৷জানা গিয়েছে, গত ২০ ডিসেম্বর এলাকায় ত্রীং উৎসবে গিয়েছিল ওই নাবালিকা৷ সেখান থেকে তাঁকে অপহরণ করা হয়েছে৷ খোঁজ নিয়ে জানা গিয়েছে অমল নোয়াতিয়া নামে এক ব্যক্তি এই অপহরণের ঘটনার সাথে জড়িত৷ তার বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ অপহৃতার বাবার দাবি, অপহরণকারী অমল নোয়াতিয়া বিবাহিত৷ তার এক সন্তান রয়েছে৷ তাছাড়া বর্তমানে স্ত্রী গর্ভবতী৷ তারপরও সে ওই নাবালিকাকে অপহরণ করে নিয়ে গিয়েছে৷

জানা গিয়েছে, এই অপহরণের নেপথ্যে প্রণয় সংক্রান্ত বিষয় রয়েছে৷ তবে পুলিশ এখনও অপহরণকারীকে ধরতে পারেনি৷ ঘটনাকে কেন্দ্র করে ওই নাবালিকার পরিবার চরম উদ্বেগ ও উৎকন্ঠায় রয়েছে৷ নাবালিকার বাবা সংবাদ মাধ্যমের কাছে দাবী জানিয়েছেন যাতে তাঁর মেয়েকে অবিলম্বে পুলিশ খোঁজে বের করে তাদের কাছে হস্তান্তর করে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *