ঋষ্যমুখ, ২৬ ডিসেম্বর।। বর্তমান কংগ্রেসকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদের অবস্থান কি ? এই প্রশ্ন তুলে, নাম না করে বাক্যবানে কংগ্রেস নেতৃত্বকে বিঁধলেন বিজেপির প্রদেশ সভাপতি রাজীব ভট্টাচার্য।
মঙ্গলবার ঋষ্যমুখ বিধানসভা কেন্দ্রের নলুয়া বাজারে আয়োজিত হয় নলুয়া শহীদ স্মরণ সমাবেশ। বিজেপির ঋষ্যমুখ মন্ডলের উদ্যোগে আয়োজিত এই স্মরণ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে রাজীব ভট্টাচার্য প্রশ্ন তুলে বলেন ২৫ বছর কংগ্রেসকে দেখেছি সিপিএমকে পেছন দিক থেকে সহযোগিতা করতে। যখন সহযোগিতা বন্ধ হয়ে গেল এবার চলে গেল তৃণমূল করতপ। তৃণমূলে যাওয়ার পর দেখলো যে বাণিজ্য বন্ধ হয়ে যাবে, আবার কংগ্রেস হয়ে গেল। কয়েকদিন কংগ্রেসের দোকানদারি করার পর আবার বিজিপিতে যোগদান।
এই বিজেপি দলে এসে দেখল যে এখানে তো ব্যবসা-বাণিজ্য রোজগার পাতি সব বন্ধ হয়ে গেছে, তখন নাভিশ্বাস উঠে গেছে। আবার কংগ্রেসে। ২০২৩ সালে নিলর্জ্জের মত সিপিএমের সাথে আঁতাত করেছে বিজেপিকে রুখতে। কি স্লোগান দিয়েছিল সেইদিন। বিজেপিকে সিঙ্গেল ডিজিট বানিয়ে দেব। আরে আপনাদের বানাতে হবে না। উল্টো আপনাদের সিঙ্গেল ডিজিট বানিয়ে দিয়ে বাড়িতে বসিয়ে দিয়েছে। এখন খালি কীর্তন করে হরে কৃষ্ণ হরে রাম- রাত পোহালে ভাতের কাম।
এই ভাবে একপ্রকার বাক্যবানে জর্জরিত করে ঋষ্যমুখ বিধানসভা বাসীকে সতর্ক করে দিলেন কংগ্রেস কমিউনিস্ট থেকে দূরে থাকার জন্য। এ দিনের আয়োজিত নলুয়া শহীদ স্মরণ সমাবেশে নয়জন শহীদের প্রতি শ্রদ্ধা জানান বিজেপির দলের প্রদেশ নেতৃত্ব থেকে শুরু করে দক্ষিণ জেলার বিজেপি নেতৃত্ব ও মন্ডলের নেতৃত্বরা। শহীদ স্মরণ সমাবেশের স্থল ছিল ছিল পরিপূর্ণ। এই দিনের শহীদ স্মরণ সমাবেশে বিজেপি প্রদেশ কমিটির সভাপতি ছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ সাধারণ সম্পাদিকা পাপিয়া দত্ত, দক্ষিণ জেলা বিজেপির সভাপতি শংকর রায়, বিধায়িকা স্বপ্না মজুমদার, বিধায়ক মাইলাফ্রু মগ, প্রাক্তন মন্ডল সভাপতি অশেষ বৈদ্য , বর্তমান মন্ডল সভাপতি সুশঙ্কর ভৌমিক, বিজেপি জেলা কমিটির সাধারণ সম্পাদক দ্বীপায়ন চৌধুরী সহ অন্যান্য নেতৃত্বরা।