স্বেচ্ছায় রক্তদান শিবিরের জন্য ক্যালেন্ডার তৈরীর অ্যাকশন প্ল্যান মিটিং অনুষ্ঠিত

আগরতলা, ২৬ ডিসেম্বর।। স্বেচ্ছায় রক্তদান শিবিরের ক্যালেন্ডার তৈরীর পরিকল্পনা নিয়েছে ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর৷ এমর্মে মঙ্গলবার আগরতলায় প্রজ্ঞা ভবনে অ্যাকশন প্ল্যান মিটিং অনুষ্ঠিত হয়েছে৷ এই বৈঠকে স্বাস্থ্য দপ্তরের আধিকারীকদের পাশাপাশি উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র, এনএসএস, বিএসএফ, পুলিশ সহ আরও অন্যান্য দপ্তরের আধিকারীকরা৷

জানা গিয়েছে, রাজ্যের বিভিন্ন হাসপাতালগুলিতে প্রায়ই রক্তের সংকট দেখা দেয়৷ রাজ্যের হাসপাতালে রক্তের চাহিদা মূলত যোগান দেয়া হয় স্বেচ্ছা রক্তদানের মধ্য দিয়ে৷ শারদোৎসবের সময়ে রক্তদান শিবির প্রায় হয় না বলেই চলে৷ তাতে রক্তের সংকট সৃষ্টি হয়৷

তাই রাজ্য সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের তরফ থেকে সিদ্ধান্ত নেয়া হয়েছে বছরব্যাপী স্বেচ্ছায় রক্তদানের আয়োজন করার লক্ষ্যে একটি ক্যালেন্ডার তৈরী করা৷ রাজ্য সরকারের এই উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন৷ তবে এখনও পুরো বিষয়টি চূড়ান্ত হয়নি৷ এদিনের বৈঠকে এই প্রসঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *