পালিয়ে বিয়ের আট মাসের মধ্যেই ষোল বছর বয়সী কিশোরী গৃহবধূর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু

উদয়পুর, ২৬ ডিসেম্বর।। নাবালিকা গৃহবধূর অগ্ণিদগ্দ হয়ে মৃতু৷ ঘটনা ত্রিপুরার গোমতী জেলার উদয়পুরের বরটিলা এলাকায়৷ মৃতার নাম চাম্পা বেগম৷ বয়স ষোল৷ আট মাস আগে প্রণয়ের সূত্র ধরে বিয়ে হয়েছিল চাম্পার৷ বাড়িতে রান্না করতে গিয়ে চুলার লাকড়ির আগুনে দগ্দ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে৷
জানা গিয়েছে, আট মাস আগে প্রণয়ের সূত্র ধরে ষোল বছরের নাবালিকা চাম্পা বেগমের বিয়ে হয় বরটিলার রাজযোগালী ফারুক মিয়ার সাথে৷ প্রথমে চাম্পা ফারুকের সাথে পালিয়ে যায়৷ পরে পরিবারের লোকজন সামাজিকভাবে তাদের বিয়ে দেয়৷ স্বামীর বাড়িতে চুলায় লাকড়ি দিয়ে রান্না করার সময় কাপড়ে আগুন লেগে যায়৷
আগুন লাগার পর চাম্পা চিৎকার চেচামেচি শুরু করলে বাড়ির লোকজন তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যায়৷ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় চাম্পা মৃত্যুর কোলে ঢলে পড়েন৷ পরে পুলিশকে বিষয়টি জানানো হয়৷ পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়ে তদন্ত শুরু করেছে৷ নাবালিকা গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *