খানের তোশাখানা মামলায় প্রাপ্ত তিন বছরের সাজা বাতিলের আবেদন ফেরত দিয়েছে পাক সুপ্রিম কোর্ট

অনলাইন ডেস্ক, ২৫ ডিসেম্বর।। পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের তোশাখানা মামলায় প্রাপ্ত তিন বছরের সাজা বাতিলের আবেদন ফেরত দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট।  রোববার (২৪ ডিসেম্বর) এক প্রতিবেদনে পাকিস্তানি গণমাধ্যম দ্য  ডন এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, সাজা বাতিলের আবেদনটি অসম্পূর্ণ হওয়ায় ফেরত পাঠানো হয়েছে বলে জানায় সুপ্রিম কোর্ট কার্যালয়। এর আগে ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার কার্যালয়ে ইমরান খানের আইনজীবী সরদার লতিফ খোসা পাকিস্তানি সংবিধানের ১৮৫ অনুচ্ছেদের আওতায় এই আবেদন করেন। এর আগে ইসলামাবাদ হাইকোর্টে একই আবেদন করা হলে সেই আবেদনকে খারিজ করে দেয় হাইকোর্ট।

উল্লেখ্য, রাষ্ট্রীয় দায়িত্বে থাকা অবস্থায় পাওয়া উপহার বিক্রির অভিযোগে দোষী প্রমাণিত হয়েছিলেন তিনি। এ মামলায় তাকে তিন বছরের কারাদণ্ড প্রদান করেন ইসলামাবাদের জেলা ও দায়রা জজ আদালত।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *