পানিসাগর, ২৫ ডিসেম্বর।। রাজ্যপাল ইন্দ্রসেনা রেডিড নান্নু সোমবার উত্তর ত্রিপুরা জেলার পানিসাগরস্থিত বিএসএফ’র ১৯৯ নম্বর ব্যাটেলিয়নের মুখ্য কার্যালয় পরিদর্শন করেন।
বিএসএফ’র মুখ্য কার্যালয়ে রাজ্যপালকে স্বাগত জানান বিএসএফ’র ডিআইজি মুরারি প্রসাদ সিং, কমান্ডেন্ট এ কে সেইনি। তাছাড়াও রাজ্যপালকে বিএসএফ জওয়ানদের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়। পরিদর্শনকালে রাজ্যপাল বিএসএফ জওয়ানদের সাথে মতবিনিময় করেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নান্নু জওয়ানদের প্রশিক্ষণ কর্মসূচি ও প্রযুক্তিগত ব্যবস্থা সময়োপযোগী করার জন্য বিএসএফ’র আধিকারিকদের প্রশংসা করেন।