প্রধানমন্ত্রী প্রতিনিয়ত মানুষকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন, একই সাথে স্বপ্ন বাস্তবায়িত করছেন : মুখ্যমন্ত্রী

ধর্মনগর, ১৯ ডিসেম্বর।। যেখানে বিজেপির সরকার রয়েছে, সেখানে স্বচ্ছতার সরকার রয়েছে। সেখানে স্বচ্ছতার কোন অভাব নেই। মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর বিএমএস অফিস চত্বরে বিকশিত ভারত সংকল্প যাত্রা উপলক্ষ্যে আয়োজিত জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা একথা বলেন।

মুখ্যমন্ত্রী তাঁর ভাষণে আরও বলেন, সকাল থেকে রাত পর্যন্ত দেশের প্রধানমন্ত্রী মানুষের সমস্যা কি ভাবে নিরসন করা যায়, সেই বিষয় নিয়ে চিন্তা করেন। সেই দিশায় রাজ্য সরকারও কাজ করছে। প্রধানমন্ত্রী প্রতিনিয়ত মানুষকে স্বপ্ন দেখিয়ে যাচ্ছেন। একই সাথে স্বপ্ন বাস্তবায়িত করছেন।

মুখ্যমন্ত্রী এদিন বিরোধীদের বিজেপি দলে সামিল হওয়ার বার্তা দেন। মুখ্যমন্ত্রী বিজেপি সরকারের প্রশংসা করতে গিয়ে বলেন মহিলাদের স্বশক্তিকরনের চেষ্টা চলছে। যুবদের জন্য কাজ করা হচ্ছে। বিভিন্ন প্রকল্প লাগু করা হয়েছে। কৃষকদের জন্য কাজ করছে এই সরকার। বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা সরাসরি পৌঁছে যাচ্ছে সুবিধাভোগীদের কাছে।

প্রসঙ্গত, এদিনের জনসভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য, বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন, বিজেপি উত্তর জেলার প্রভারি তাপস ভট্টাচার্য, জেলা সভাধিপতি ভবতোষ দাস, জেলা সভানেত্রী মলিনা দেবনাথ প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *