দিব্যাঙ্গ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ভিলেজ কমিটির প্রাক্তন চেয়ারম্যান

সাব্রুম, ১৯ ডিসেম্বর।। দিব্যাঙ্গ নাবালিকাকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হয়েছে সিপিএম নেতা তথা এডিসি ভিলেজ কমিটির প্রাক্তন চেয়ারম্যানকে। জানা গিয়েছে দক্ষিণ ত্রিপুরা জেলার সাব্রুম মহকুমার রুপাইছড়ি ব্লকের অন্তর্গত কেন্তামনি পাড়ার বাসিন্দা দিব্যাঙ্গ মেয়েকে নিয়ে দারিদ্র্যতার সাথে লড়াই করে বসবাস করছেন এক ব্যক্তি।

এই অবস্থায় গত ১৭ই ডিসেম্বর সন্ধ্যার সময় দিব্যাঙ্গ মেয়েটি বাড়ির পাশে স্কুল মাঠে গেলে একই পাড়ার বাসিন্দা সিপিআইএম বনকুল লোক‍্যাল কমিটির অন্যতম সদস্য তথা ভিলেজ কমিটির প্রাক্তন চেয়ারম্যান অন্যাকুমার ত্রিপুরা (৬১) ওই দিব্যাঙ্গ মেয়েটিকে বিভিন্ন কথা বলে পাশের জঙ্গলে নিয়ে ধর্ষণ করে বলে মেয়েটি জানায়।

এই ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেন ওই সিপিআইএম নেতা। এমতাবস্থায় বিকলাঙ্গ মেয়েটির মা শারীরিক অবস্থার অবনতি দেখে এলাকার কিছু লোককে চুপিসারে সোমবার দুপুরে ঘটনাটি জানায়। এলাকার কিছু লোকের সাহায্য নিয়ে বিকেল বেলায় বনকুল কমিউনিটি হেল্থ সেন্টারে নিয়ে আসে। হেল্থ সেন্টার এর কর্তব্যরত চিকিৎসক ড: কাপলাইতি ত্রিপুরা পরীক্ষা নিরীক্ষা করে ঘটনার কিছু সত্যতা সাংবাদিকদের জানান।

এরপরেই ধর্ষণকাণ্ডের আসামী অন্য কুমার ত্রিপুরার বিরুদ্ধে একটি মামলা দায়ের করে পরিবারের লোকজন সাব্রুম থানায়। এই মামলা হাতে পেয়ে সাবরুম থানার পুলিশ এর দায়িত্বপ্রাপ্ত ওসি অপু দে অন‍্যাকুমার ত্রিপুরাকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে সাব্রুম থানার পুলিশ একটি মামলা হাতে নিয়েছে। মামলার নম্বর ৭১/২৩। মামলা হয়েছে আন্ডার ৩৪১,৩৭৬ আই পি সি ধারায়। পুলিশ অভিযুক্তকে আদালতে সোপর্দ করেছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *