কদমতলা, ১৯ ডিসেম্বর।। মঙ্গলবার উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানা এলাকায় দেশী মদের পাট্টা বন্ধসহ অবৈজ্ঞানিকভাবে স্কুলের পাশে আবর্জনার ডাম্পিং বন্ধের দাবি জানিয়ে রাস্তা অবরোধ করলেন স্থানীয় জনগণ। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন কদমতলা রানী বাড়ি সড়কের সরসপুর তেমাথা এলাকায়।
মঙ্গলবার সকাল আটটা থেকে উল্লেখিত স্থানে রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হন এলাকার নারী পুরুষেরা। প্রতিবাদকারীরা জানান উক্ত এলাকাটি শান্তিপ্রিয় এবং ঘনবসতি এলাকা। তাছাড়া পাশেই রয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। কিন্তু ইদানিংকালে দেখা যাচ্ছে শাসকদলীয় কতিপয় নেতৃত্বের দৌলতে স্থানীয় এলাকায় একটি দেশী মদের দোকান খোলার জন্য ঘর তৈরির কাজ চলছে। বিষয়টি এলাকাবাসীর নজরে আসার পর কর্তৃপক্ষকে বন্ধ করার জন্য আবেদন জানানো হলে কোন কর্ণপাত করেননি নেতারা।
এদিকে সরসপুর স্কুল মাঠের ঠিক পাশেই একটি আবর্জনার ডাম্পিং স্টেশন বসানো হয়েছে, যা সম্পূর্ণ অবৈজ্ঞানিকভাবে। সেখানে কদমতলা বাজার এলাকার সমস্ত আবর্জনা ফেলে পরবর্তীতে জ্বালানো হয়। সেই সময় অতিরিক্ত ধুঁয়া এবং দুর্গন্ধের কারণে বাড়িঘরে থাকা মুশকিল হয় গ্রামবাসীর। তাছাড়া গোপাল নাথ নামের আরেক নেশা ব্যবসায়ীর যন্ত্রণায় অতিষ্ঠ স্থানীয়রা। মূলত তারই প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার সকাল আটটা থেকে রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হন এলাকার লোকজন।
তাদের দাবি প্রশাসন শীঘ্রই এসব বন্ধ করে এলাকার পরিবেশ রক্ষা করুক। তা না হলে ঘনবসতি এলাকার নতুন প্রজন্মের ভবিষ্যৎ অন্ধকারে ডুবে যাবে। এদিকে সড়ক অবরোধের ফলে দুপাশে ছোট-বড় শত শত গাড়ি আটকে জনদুর্ভোগ চরম আকার ধারণ করে। খবর পেয়ে ছুটে যায় কদমতলা থানার পুলিশ। পরে অবরোধকারীদের আশ্বস্ত করা হলে সকাল এগারটা নাগাদ টানা তিন ঘন্টা পর অবরোধ মুক্ত হয়। তবে প্রতিবাদকারীরা জানিয়েছেন শীঘ্রই তাদের দাবি পূরণ না হলে আগামী দিনে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।