তেলিয়ামুড়া, ১৯ ডিসেম্বর।। ত্রিপুরার খোয়াই জেলার তেলিয়ামুড়া থানা এলাকার ডি এম কলোনির ক্যানেলে জল কাঁদায় একাকার হওয়া এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তি তেলিয়ামুড়া থানাধীন মাইগঙ্গা এলকার চৈতন্য বিশ্বাস (৪০) বলে জানা গেছে।
জানা যায় ১৯ শে ডিসেম্বর মঙ্গলবার সকাল আনুমানিক সাতটার কিছু পরে স্থানীয়রা ডি এম কলোনির ক্যানেল এর মধ্যে অজ্ঞাত পরিচয় এক মৃতদেহ দেখতে পায়। মৃতদেহ জল কাদায় এতটা একাকার ছিল এবং তার মুখে পরনের কাপড়টা এরকম ভাবে গিয়েছিল যে দূর থেকে চেনা দায় ছিল।
কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক প্রসুন কান্তি ত্রিপুরা, তেলিয়ামুড়া থানার ওসি, ডিএসপি সুব্রত চক্রবর্তী, সেকেন্ড অফিসার নন্দন বৈদ্য সহ থানার পুলিশ উপস্থিত হন। পরবর্তী সময়ে স্থানীয় মানুষের উপস্থিতিতে সনাক্তকরণ করা হয় যে সংশ্লিষ্ট মৃতদেহটি ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরবর্তী মাইগঙ্গার জনৈক চৈতন্য বিশ্বাসের। আরো জানা গেছে চৈতন্য বিশ্বাস পেশায় একজন কাঠমিস্ত্রী ছিলেন এবং সে প্রায়ই অত্যধিক মদ্যপান করত।
মৃতদেহ উদ্ধার করে তেলিয়ামুড়া থানার পুলিশ ময়নাতদন্তের জন্য মহকুমা হাসপাতালে নিয়ে গেছে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে তা সঠিকভাবে জানা না গেলেও অনুমান করা হচ্ছে হয়তোবা অতিরিক্ত মদ্যপানের কারণেই এই ঘটনা হতে পারে। যদিও পুলিশের দাবি তদন্ত চলছে এবং ময়নাতদন্তের পর গোটা বিষয়টা সামনে আসবে। এদিকে সাত সকালে এভাবে মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।