কৈলাসহর, ৯ ডিসেম্বর।। ত্রিপুরার প্রয়াত প্রাক্তন উপ মূখ্যমন্ত্রী বৈদ্যনাথ মজুমদারের জন্মশতবর্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। সি.পি.আই.এম কৈলাসহর মহকুমা কমিটির উদ্যোগে পার্টির মহকুমা দপ্তরের পাশের কর্মচারী অফিসে এই শিবির হয়। পার্টির মহকুমা সম্পাদক বিশ্বরুপ গোস্মামী এবং তিনজন ডি.ওয়াই.এফ.আই যুবতীসহ মোট সাতাশ জন স্বেচ্ছায় রক্তদান করেন।
শিবিরের উদ্বোধন করে আলোচনা করেন প্রবীণ সি.পি.আই.এম নেতৃত্ব বৈদ্যনাথ মজুমদারের সহকর্মী কামিনী সিংহ। তিনি আলোচনায় বলেন, বৈদ্যনাথ মজুমদারের চরিত্র,দৃঢতা ও আত্মত্যাগ থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। পরে সংবাদ মাধ্যমের সামনে আলোচনায় পার্টির মহকুমা সম্পাদক বিশ্বরুপ গোস্বামী বলেন, বৈদ্যনাথ মজুমদারের জন্মশতবর্ষ উপলক্ষ্যে বছর ব্যাপী নানান কর্মসূচি নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে এই রক্তদান শিবিরের আয়োজন। আগামী ১৯ ডিসেম্বর উনকোটি কলাক্ষেত্রে হবে জেলাভিত্তিক স্মরণসভা। এছাড়াও বৃক্ষরোপন, ক্রীড়া, সাংস্কৃতিক ও বসে আকোঁ প্রতিযোগিতা হবে। রক্তদান শিবিরে জীবনে প্রথম রক্তদান করেন সাইফুল ইসলাম, কেশব দেবরায় ও বৈশালী ভট্টাচার্য।