তেলিয়ামুড়ার কংগ্রেসের হেভিওয়েট নেতা গৌরী শংকর রায় যোগ দিলেন বিজেপিতে

তেলিয়ামুড়া, ৯ ডিসেম্বর।। কংগ্রেস ছাড়লেন গৌরী শঙ্কর রায়। দীর্ঘদিন ধরে তেলিয়ামুড়াতে যারা কংগ্রেসকে আগলে রেখেছিলেন। যারা ঘোর দুর্দিনেও কংগ্রেসের পতাকা কাঁধে তুলে নিয়ে রাজনীতির লড়াইয়ের ময়দানে ছিলেন তাদের মধ্যে তেলিয়ামুড়ার অন্যতম গৌরীশঙ্কর রায়। এবার কংগ্রেস ছেড়ে সরাসরি যোগ দিলেন ভারতীয় জনতা পার্টির শিবিরে।

শনিবার বিধায়িকা কল্যাণী সাহা রায় সহ তেলিয়ামুড়া মন্ডলের বিভিন্ন স্তরের কার্যকর্তারা সম্মিলিতভাবে ২০১৩ এর বিধানসভা নির্বাচনের তেলিয়ামুড়া বিধানসভা থেকে জাতীয় কংগ্রেস দলের হয়ে প্রতিদ্বন্দিতা করে পরাজিত হওয়া গৌরীশঙ্কর রায়কে ভারতীয় জনতা পার্টিতে বরণ করে নেন।

এই বিষয়ে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কল্যাণী সাহা রায় দাবি করেন বর্তমান সময়ে গোটা দেশে সাধারণ মানুষ বুঝতে পেরেছে পরিবারবাদের পৃষ্ঠপোষক কংগ্রেস দিশাহীন। এই জায়গায় দাঁড়িয়ে যেভাবে নরেন্দ্র মোদির নেতৃত্বে বিকাশ এগিয়ে চলেছে সেই দিকে খেয়াল রেখে গোটা রাজ্য তথা গোটা দেশে বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টির শিবিরে যোগদান অব্যাহত বলে শ্রীমতি সাহা রায়ের অভিমত।

তিনি আশা প্রকাশ করেন আগামী দিনে গৌরীশঙ্কর রায়কে সাথে নিয়ে তেলিয়ামুড়ার উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে।
এদিকে কংগ্রেস ত্যাগ করা গৌরীশংকর রায় খোলাখুলি দাবি করেছেন ছোটবেলা থেকে কংগ্রেসকে ভালবাসলেও কংগ্রেসের আদর্শকে পছন্দ করলেও এবার ২০২৩ এর বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সাথে সিপিআইএম দলের মিতালীকে কোন ভাবেই মন থেকে মেনে নিতে পারেননি। বিশেষ করে তেলিয়ামুড়াতে উন্নয়নের কর্মযজ্ঞে শামিল হওয়ার জন্যই তিনি দিশাহীন কংগ্রেসকে বিদায় জানিয়েছেন বলে সাংবাদিকদের অবগত করতে গিয়ে জানান ২০২৩ সালের কংগ্রেস দলের বিজিত প্রার্থী গৌরীশঙ্কর রায়।

এদিকে গৌরীশংকর রায়ের মতো একজন কংগ্রেস নেতার বিজেপি দলে যোগদান আগামীদিনে কংগ্রেস দলের দৃষ্টিকোণ থেকে কতটা ক্ষতির হবে তা সময় বলবে। তবে এই সময়ের মধ্যে কংগ্রেস দলের একজন বিজিত প্রার্থীর বিজেপি দলে যোগদান নিঃসন্দেহে রাজনৈতিক মহলে আলোড়ন তৈরি করবে, এতে কোন সন্দেহ নেই বলে রাজনৈতিক মহলের দাবি।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *