ভারতকে দেখার জন্য ভারতীয় এবং বিদেশী উভয়ের মধ্যেই অভূতপূর্ব উদ্দীপনা রয়েছে : প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক, ৮ ডিসেম্বর।। উচ্চাকাঙ্ক্ষী ভারত এখন অস্থিতিশীলতা নয়, স্থিতিশীল সরকার চায়। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন, সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে আমরা তা দেখেছি এবং উত্তরাখণ্ডের মানুষও ইতিমধ্যেই তা করে দেখিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার দেহরাদূনে উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৩-এর উদ্বোধন করেছেন। এই সম্মেলন উদ্বোধন করার প্রাক্কালে দেহরাদূনে রোড-শোও করেছেন প্রধানমন্ত্রী মোদী।

উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৩-এর উদ্বোধন করার পর প্রধানমন্ত্রী বলেছেন, আজ আপনারা সবাই উত্তরাখণ্ডের গরিমার সঙ্গে, উত্তরাখণ্ডের উন্নয়ন যাত্রার সঙ্গে যুক্ত হওয়ার সুযোগ পাচ্ছেন! উত্তরকাশীর টানেল থেকে আমাদের শ্রমিক ভাইদের নিরাপদে উদ্ধার করার জন্য সম্প্রতি পরিচালিত সফল মিশনটির জন্য আমি রাজ্য সরকার-সহ সকলকে অভিনন্দন জানাই। সম্ভাবনায় পরিপূর্ণ এই দেবভূমি অবশ্যই আপনাদের জন্য অনেক দরজা খুলে দিতে চলেছে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, এখন ভারতকে দেখার জন্য ভারতীয় এবং বিদেশী উভয়ের মধ্যেই অভূতপূর্ব উদ্দীপনা রয়েছে। আমরা সারাদেশে থিম ভিত্তিক ট্যুরিজম সার্কিট তৈরি করছি। ভারতের প্রকৃতি এবং ঐতিহ্য উভয়ের সঙ্গেই বিশ্বকে পরিচয় করিয়ে দেওয়ার প্রচেষ্টা। এই অভিযানে উত্তরাখণ্ড পর্যটনের একটি শক্তিশালী ব্র্যান্ড হিসেবে আবির্ভূত হতে চলেছে। মোদী যোগ করেছেন, আমরা চারিদিকে আকাঙ্খা, আশা, আত্মবিশ্বাস, উদ্ভাবন এবং সুযোগ দেখতে পাব! আমরা দেখব নীতি-চালিত শাসনব্যবস্থা! দেশে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দেশবাসীর জোরালো তাগিদ আমরা দেখব! উচ্চাকাঙ্ক্ষী ভারত এখন অস্থিতিশীলতা নয়, স্থিতিশীল সরকার চায়। উত্তরাখণ্ড গ্লোবাল ইনভেস্টরস সামিট ২০২৩-এর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরাখণ্ডের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল (অবসরপ্রাপ্ত) গুরমিত সিং, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি প্রমুখ।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *