প্রকৃত গরীবদের একাংশ পাচ্ছে না সরকারি ঘর, আক্ষেপ করে বললেন মান্দাইয়ের বাহাদুর দেববর্মা

আগরতলা, ৮ ডিসেম্বর।। পশ্চিম ত্রিপুরা জেলার মান্দাই ব্লকের হরিণা পঞ্চায়েতের রামমোহন ঠাকুর পাড়ার বাহাদুর দেববর্মার পরিবার সরকারি ঘরের আশায় তাকিয়ে আছে। কিন্তু তাদের মতো পরিবারকে কেন ঘর দেওয়া হচ্ছে না বুঝতে পারছে না বঞ্চিতরা। বৃষ্টি সবার জন্য সুখের বা আনন্দের না তার চিত্র আবারো উঠে এল মান্দাই ব্লকের অধীন হরিণামূড়া পঞ্চায়েতের অন্তর্গত রামমোহন ঠাকুর পাড়া থেকে।

জানা গিয়েছে, দুই দিন ধরে বৃষ্টি রাজ্যজুড়ে। এই বৃষ্টিতে যেমন কৃষকদের মাথায় হাত তেমনি সাধারণ মানুষের রাতের ঘুম নেই। বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলেও বহু জনজাতি এলাকার সাধারণ মানুষ বঞ্চিত বিভিন্ন সরকারি সুযোগ সুবিধা থেকে। এমনকি রেগার কাজ থেকেও বঞ্চিত বাহাদুরের পরিবার। বিশেষ করে যে সকল এলাকাগুলিতে শাসক দল, কিংবা শাসক শরিক দল জিততে পারিনি সেই সকল এলাকাগুলি থেকে এই চিত্র গুলি উঠে আসছে।

মান্দাই ব্লকের অধীন হরিণা পঞ্চায়েতের অন্তর্গত রামমোহন ঠাকুর পাড়ার বাহাদুর দেববর্মার পরিবার গত দুই দিন ধরে বৃষ্টির কারণে ঘরে ঘুমাতে পারছেন না। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেও ঘর মিলেনি। মিলেনি রেগার কাজও। দিব দিচ্ছি পাবেন বলে আজও মিলল না সরকারি ঘর বা রেগার কাজ। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বাহাদুর দেববর্মা স্থানীয় বিধায়ীকা স্বপ্না দেববর্মা, মান্দাই বিএসি চেয়ারম্যান, মান্দাই ব্লক এর কাছে অর্থাৎ সরকারের নিকট দাবি জানান তাদের যেন প্রধামন্ত্রী আবাস যোজনার ঘর এবং রেগার কাজ প্রদান করা হয়।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *