সোনামুড়া, ৫ ডিসেম্বর।। সাত মাস ধরে অঙ্গনওয়াড়ি সেন্টারে শিক্ষিকা নেই, আর সেই অঙ্গনওয়াড়ি সেন্টারে শিশুদের পড়াশোনা তলিয়ে গেছে। তাই বাধ্য হয়ে, শিশুদের মায়েরা মঙ্গলবার সকালে অঙ্গনওয়াড়ি সেন্টারে তালা ঝুলিয়ে দিল। ঘটনা মোহনভোগ আর ডি ব্লকের অন্তর্গত বানিয়াছড়া গ্রাম পঞ্চায়েতের তেল কাজলা বরডেপা অঙ্গনওয়াড়ি সেন্টারে।
জানা গিয়েছে, দীর্ঘ সাত মাসের উপরে সেই অঙ্গনওয়াড়ি সেন্টার শিক্ষিকা নেই। শিক্ষিকা বিহীন এই অঙ্গনওয়াড়ি সেন্টার পরিচালনা করছেন হেলপার। সাত মাস আগে অঙ্গনওয়াড়ি সেন্টারে সুনীতি দাসের চাকরি মেয়াদ শেষ হয়ে যায়। কিন্তু এ সাত মাসের মধ্যে সংশ্লিষ্ট দপ্তর এই অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য কোন শিক্ষিকা নিয়োগ করতে পারেনি।
প্রাক প্রাথমিক শিক্ষার স্তর হল অঙ্গনওয়াড়ি সেন্টার। এখান থেকে শিশুদের ভবিষ্যতের মানসিক বিকাশ এবং শারীরিক বিকাশ ঘটে। কিন্তু এই অঙ্গনওয়াড়ি সেন্টারের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে দাঁড়িয়েছে যে হেল্পার দিয়ে সেন্টারটি পরিচালনা করতে হচ্ছে। আর এর জন্য দায়ী হল সংশ্লিষ্ট দপ্তর এবং স্থানীয় গ্ৰাম পঞ্চায়েত। একটা অঙ্গনওয়াড়ি সেন্টার কি করে সাত মাস ধরে শিক্ষিকা ছাড়া চলছে? তাহলে শিশুদের ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়াবে? তাই স্থানীয় এলাকাবাসীদের দাবি সরকার যেন খুব শীঘ্রই এই অঙ্গনওয়াড়ি সেন্টারের জন্য শিক্ষিকা নিয়োগ করার ব্যবস্থা করে।