সোশ্যাল মিডিয়ায় সোইসাইড নোট পোস্ট করে বিলোনিয়ায় রেললাইনে আত্মঘাতী সাংবাদিক

বিলোনিয়া, ৫ ডিসেম্বর।। রেলের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করলেন এক সাংবাদিক৷ তাঁর নাম পৃথ্বীশ দত্ত৷ বাড়ি বিলোনিয়া পুর পরিষদের অধীন বাঁশপাড়া কলোনী এলাকায়৷ মঙ্গলবার সকাল নয়টা নাগাদ বিলোনীয়া থানাধীন মনুরমুখ রেল লাইনে সাব্রুম থেকে আগরতলা গামী রেলের নীচে ঝাপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই সাংবাদিক৷ রেলে কাটা পড়ে পৃথ্বীশের পা থেঁতলে যায়৷

খবর পেয়ে দমকল বাহিনীর কর্মীরা ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় রেল লাইনে আহত অবস্থায় পড়ে থাকা পৃথ্বীশ দত্তকে চিকিৎসার জন্য দ্রুত উদ্ধার করে নিয়ে আসে বিলোনিয়া মহকুমা হাসপাতালে৷ হাসপাতালে ছুটে আসে বাড়ির লোকজন৷ প্রাথমিক চিকিৎসার পর বিলোনিয়া হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতাল স্থানান্তরিত করে দেয় পৃথ্বীশকে৷ কিন্তু, জিবি হাসপাতালে নিয়ে আসর পথেই তাঁর মৃত্যু হয়৷ পরে মৃতদেহ জিবি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ চিকিৎসকরাও পরীক্ষা নিরীক্ষা করে পৃথ্বীশকে মৃত বলে ঘোষণা করেন৷

পৃথ্বীশ দত্ত বিলোনিয়া প্রেসক্লাবের একজন সদস্য৷ একবছর পূর্বেই সাংবাদিকতার কাজ থেকে বিরত রয়েছেন৷ পারিবারিক ও বিভিন্ন কারণে একেবারে নিজেকে ঘরের মধ্যে বন্দী করে রেখেছিলেন৷ তবে আজ সকালে আত্মহত্যার এক ঘণ্টা আগে ফেসবুকে লিখিত একটি কাগজ পোস্ট করে তাঁর মৃত্যুর জন্য মাকে দায়ী বলে জানিয়েছেন৷ যা নিয়ে বিলোনিয়াতে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে৷ বিলোনিয়া থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ পৃথ্বীশের জীবনের এই চরম সিদ্ধান্তে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে এসেছে৷

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *